ঢাকা, শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জনতার হাতে যেভাবে ধরা খেলেন সাংবাদিক মুন্নি সাহা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২৪, ১১:৫১ পিএম

জনতার হাতে যেভাবে ধরা খেলেন সাংবাদিক মুন্নি সাহা

টেলিভিশন উপস্থাপক ও সাংবাদিক মুন্নী সাহাকে শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর কাওরান বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। সন্ধ্যার দিকে ‘ভিশন-২০২১ টাওয়ার’ (সাবেক জনতা টাওয়ার) থেকে বের হওয়ার সময় স্থানীয়রা তাকে ঘিরে ফেলে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে তেজগাঁও থানায় নিয়ে যায়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবীর খান বিষয়টি নিশ্চিত করে বলেন, "কাওরান বাজার এলাকায় মুন্নী সাহাকে স্থানীয়রা ঘিরে ফেলে। এরপর পুলিশ গিয়ে তাকে তেজগাঁও থানায় নিয়ে আসে।"

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন জানান, মুন্নী সাহার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। এর একটি রাজধানীর যাত্রাবাড়ী থানায় এবং অন্যটি মিরপুর থানায় দায়ের করা। মিরপুর থানার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে এবং পরবর্তী তদন্তের জন্য তাকে ডিবি (গোয়েন্দা বিভাগ) হেফাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে গুলিতে শিক্ষার্থী নাঈম হাওলাদার নিহত হন। এ ঘটনায় তার বাবা মো. কামরুল ইসলাম গত ২২ আগস্ট যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটিতে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রী-এমপিদের পাশাপাশি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাত জন সাংবাদিককে আসামি করা হয়। সাংবাদিকদের তালিকায় মুন্নী সাহার নামও রয়েছে।

এর আগে, গত ৬ অক্টোবর বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) মুন্নী সাহার ব্যাংক হিসাব সংক্রান্ত তথ্য চেয়ে চিঠি পাঠায়। এতে তার আমানত, ঋণ, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, লকার, এবং অফশোর ব্যাংকিং সংক্রান্ত সব তথ্য চাওয়া হয়।

মুন্নী সাহা দীর্ঘদিন ধরে টেলিভিশন উপস্থাপক ও সাংবাদিক হিসেবে কাজ করছেন। তিনি এটিএন নিউজ থেকে ২০২৩ সালের মে মাসে পদত্যাগ করেন এবং এরপর ‘এক টাকার খবর’ নামে একটি অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হন।

HTML tutorial