ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৪, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতের আন্দোলন: লাকি আক্তারের গ্রেপ্তারের দাবি শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ মার্চ, ২০২৫, ১১:১৮ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতের আন্দোলন: লাকি আক্তারের গ্রেপ্তারের দাবি শিক্ষার্থীদের
HTML tutorial

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তারকে ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিয়ে তার গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। মঙ্গলবার রাত একটার দিকে শিক্ষার্থীরা মিছিল করে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন এবং সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করেন। সমাবেশে বক্তারা বলেন, লাকি আক্তার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন এবং তাকে অবিলম্বে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের আওতায় আনতে হবে। তারা ২৪ ঘণ্টার মধ্যে তার গ্রেপ্তার দাবি করেন।

এর আগে, মঙ্গলবার বিকেলে ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে ‘বাংলাদেশ নামে এক প্লাটফর্মের’ সদস্যদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরে সন্ধ্যায় গণজাগরণ মঞ্চের পরিচিত মুখ লাকি আক্তার একটি মশাল মিছিলে অংশ নেন। সেখানে ছাত্র ইউনিয়নের সাবেক নেত্রী লাকি আক্তার বলেন, “ধর্ষণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে আগামী ১৫ মার্চ শাহবাগে গণমিছিলের আয়োজন করা হবে।”

সমাবেশে বক্তারা আরও অভিযোগ করেন, দেশে খুনিদের বিচারের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, বরং অপরাধীদের পুনর্বাসন করা হচ্ছে। অন্যদিকে, যারা ন্যায়বিচারের দাবিতে আন্দোলনে অংশ নিচ্ছেন, তাদের বিরুদ্ধে বিষোদগারমূলক বক্তব্য দেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা এই পরিস্থিতির নিন্দা জানিয়ে অবিলম্বে লাকি আক্তারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এদিকে, শিক্ষার্থীদের এ দাবি নিয়ে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ মনে করছেন, লাকি আক্তারের বিরুদ্ধে শিক্ষার্থীদের এই প্রতিবাদ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, আবার কেউ মনে করছেন, এটি সম্পূর্ণ ছাত্রদের স্বতঃস্ফূর্ত আন্দোলন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মু্ক্তধ্বনি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Google News Icon গুগল নিউজে দেখুন

জাতীয় রিলেটেড নিউজ

HTML tutorial