ঢাকা, বুধবার, জানুয়ারী ২২, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সাতক্ষীরা কালিগঞ্জ প্রেসক্লাবের চল্লিশ বছর পূর্তিতে গুণীজন সন্মননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

Mostafa Masud Abdullah

প্রকাশিত: ২১ মার্চ, ২০২৩, ০২:৩৮ এএম

সাতক্ষীরা কালিগঞ্জ প্রেসক্লাবের চল্লিশ বছর পূর্তিতে গুণীজন সন্মননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের ৪০ বছর পূর্তিতে গুণিজন সন্মাননা, কার্য নির্বাহী কমিটির অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা আবহাওয়া প্রতিকূলের মধ্যেও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ মার্চ) বিকাল ৫ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালী সহকারে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা অডিটোরিয়ামে শেষ হয। কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় জমকালো আয়োজনের এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সফল স্বাস্থমন্ত্রী, সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য অধ্যাঃ ডাঃ আফম রুহুল হক,বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার।

বাংলাদেশ আওয়ামী লীগ মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য ও উপদেষ্টা সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ শেখ মাসুদা খানম মেধা।কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা,কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান,উপজেলা সহকারী কমিশনার (ভুমি)মোঃ আজাহার আলী, থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মামুন রহমান,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার,ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ,কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু।

ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন,ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম আব্দুল্লাহ,উপজেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ হাবিব ফেরদৌস শিমুল, সাহিত্যিক ও প্রাবান্ধিক অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমান।উপজেলা জাতীয় পাটির সভাপতি মাহাবুবর রহমান।যুগ্ন সাধারন সম্পাদক এম হাফিজুর শিমুল। সাবেক উপজেলা ছাত্র লীগের সভাপতি কাজী নূর আহমেদ রনি, সাতক্ষীরা জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সীমা সিদ্দীকী, সাংগঠনিক সম্পাদক আজমিরা সুলতানা পাখি প্রমুখ।

এ অনুষ্ঠানের মাধ্যমে কালিগঞ্জ প্রেসক্লাবের সৌজন্যে চল্লিশ ব্যাক্তিকে নিজ অঙ্গনে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় গুণীজন সন্মাননা ক্রেষ্ট, সনদ ও উত্তরীয় প্রদান করা হয়।কালিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান, কালিগঞ্জ উপজেলার ১২জন ইউপি চেয়ারম্যান, কালিগঞ্জ প্রেসক্লাবের নির্বাচিত কার্য নির্বাহী কমিটির সদস্যদের মাঝে সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রেসক্লাবের সকল সদস্য উৎসব মুখর পরিবেশে অংশগ্রহণ করেন। মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা,জন প্রতিনিধি, আইনজীবি,শিক্ষক, ব্যবসায়ী, ঠিকাদার ও সাংবাদিকবৃন্দ।

HTML tutorial