ঝাওয়াইল প্রতিনিধি: ফিলিস্তিনে অবৈধ ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে ঝাওয়াইল ইউনিয়নে বিক্ষোভ মিছিলের আহ্বান জানানো হয়েছে। আগামী ২৮ মার্চ, শুক্রবার, জুমার নামাজের পর নিজ নিজ মসজিদ থেকে মিছিল বের করে ভেংগুলা বাজারে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছে কওমি ওলামা পরিষদ ও ইমাম মোয়াজ্জিন পরিষদ, ঝাওয়াইল ইউনিয়ন শাখা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফিলিস্তিনে সাধারণ মুসলমানদের ওপর চলমান নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারা সকল ইমাম, মোয়াজ্জিন ও ধর্মপ্রাণ মুসলমানদের শান্তিপূর্ণভাবে এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।
আয়োজক কমিটির একজন মুখপাত্র বলেন, “ফিলিস্তিনের মুসলমানরা দীর্ঘদিন ধরে নিপীড়নের শিকার। আমরা এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের সংহতি প্রকাশ করছি এবং সকলের অংশগ্রহণ আশা করছি।”
মু্ক্তধ্বনি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন