সারা দেশ

টাঙ্গাইলের মির্জাপুরে হঠাৎ শিক্ষকদের দেয়া হলো কারণ দর্শানোর নোটিশ

reporter-icon
কৌশিক সাজ্জিদ পিয়াল: সিনিয়র স্টাফ রিপোর্টার ( মুক্তধ্বনি )
অক্টোবর ২৩, ২০২৫ | 0
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সরিষাদাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত থাকার পরও সাতজন শিক্ষককে গণহারে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া একজন মাতৃত্বকালীন এবং আরেকজন পিটিআই প্রশিক্ষণে থাকলেও তাদেরও কারণ দর্শনোর নোটিশ দেয়া হয়েছে।১৫ অক্টোবর বিকেলে মির্জাপুর উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার শর্মীষ্ঠা রানী মজুমদার বিদ্যালয়ের পরিদর্শন বহি’তে গণহারে শিক্ষকদের এই নোটিশ দেন। এ নিয়ে শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। নোটিশ সূত্রে জানা গেছে, গত বুধবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার (সদর ক্লাস্টার) শর্মীষ্ঠা রানী মজুমদার সরিষাদাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান। এ সময় শিক্ষার্থীরা মাঠে খেলছিলো। ক্লাসরুমে শিক্ষক ছিলো না, তবে অফিস কক্ষে ছিলেন। নুরুন্নাহার নামে এক শিক্ষক ব্যাগ হাতে বিদ্যালয় হতে বের হয়ে যাচ্ছিলেন। শিক্ষকরা ক্লাস রুমে না গিয়ে অফিস কক্ষে বসে থাকার অভিযোগে উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার (সদর ক্লাস্টার) শর্মীষ্ঠা রানী মজুমদার বিদ্যালয়ের পরিদর্শন বহি’তে শিক্ষক আফরোজা, মাহমুদা, রোকসানা, মৃত্তিকা, স্বপ্না, কানিজ ফাতেমা, নুরুন্নাহার, কামরুন্নহার ও তাসিনের নাম উল্লেখ করে গণহারে কারণ দর্শানোর নোটিশ দেন। এদের মধ্যে রোকসানা আক্তার মাতৃত্বকালীন ছুটিতে এবং কানিজ ফাতেমা পিটিআই প্রশিক্ষণে আছেন। গণহারে শিক্ষকদের কারণ দর্র্শানোর নোটিশ দেয়ায় শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। বিদ্যালয়ে সহকারি শিক্ষক মৃত্তিকা শিকদার বলেন, আমরা বিদ্যালয়ে থাকার পরও গণহারে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। যা খুবই দুু:খজনক। সহকারি শিক্ষক মাহমুদা আক্তার বলেন, দোতলায় পাঠদান শেষে নিচে নামছিলেন। এ সময় উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার (সদর ক্লাস্টার) শর্মীষ্ঠা রানী মজুমদার বিদ্যালয়ে আসেন। ওইদিন সর্বশেষ ধর্মীয় ক্লাস থাকায় শিক্ষার্থীরা কক্ষ পরিবর্তন করছিলেন। এজন্য ছয়জন শিক্ষক পাঠ দান করানোর জন্য অফিস কক্ষে অপেক্ষা করছিলেন। তা দেখেই উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার (সদর ক্লাস্টার) শর্মীষ্ঠা রানী মজুমদার নয়জন শিক্ষককে গণহারে কারণ দর্শানোর নোটিশ দেন। গত মঙ্গলবার (২১ অক্টোবর) জবাব দিয়েছেন বলে তিনি জানান। সরিষাদাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিপ্লব গোস্বামী বলেন, ওই দিন আমি বিদ্যালয়ে ছিলাম না, উপজেলায় মিটিং এ ছিলাম। গণহারে কারণ দর্শানোর নোটিশ দেয়াটা সঠিক হয়নি।
সর্বাধিক পঠিত
দুর্নীতি তালাশ নিউজ টিভির ঢাকা বিভাগীয় ব্যুরো চীফ হলেন সাংবাদিক মোঃ মনিরুজ্জামান।

দুর্নীতি তালাশ নিউজ টিভির নতুন ব্যুরো চিপ (ঢাকা বিভাগ) হলেন মোঃ মনিরুজ্জামান। নিজস্ব প্রতিবেদকঃ দুর্নীতি তালাশ নিউজ টিভি পরিবারে ব্যুরো চিপ (ঢাকা বিভাগ) পদে দায়িত্ব গ্রহণ করেছেন অভিজ্ঞ সংবাদকর্মী মোঃ মনিরুজ্জামান। তার দীর্ঘদিনের সাংবাদিকতা অভিজ্ঞতা ও নিষ্ঠা প্রতিষ্ঠানকে আরও গতিশীল ও শক্তিশালী করে তুলবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। প্রতিষ্ঠানটির দায়িত্বশীলরা জানান, দুর্নীতি দমন ও সামাজিক অন্যায়-অবিচার তুলে ধরতে মোঃ মনিরুজ্জামান সাহেবের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার আন্তরিক প্রচেষ্টা ও স্বচ্ছ দৃষ্টিভঙ্গি দুর্নীতি তালাশ নিউজ টিভির কর্মকাণ্ডকে আরও এগিয়ে নেবে। এই উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেনঃ ১️⃣ মোঃ শাহ নেওয়াজ, ব্যবস্থাপনা পরিচালক, দুর্নীতি তালাশ নিউজ টিভি ২️⃣ মোঃ শহিদুল ইসলাম, সম্পাদক ও প্রকাশক, দুর্নীতি তালাশ নিউজ টিভি ৩️⃣ মোঃ মাহমুদুল হাসান, বার্তা সম্পাদক, দুর্নীতি তালাশ নিউজ টিভি তারা এক যৌথ বিবৃতিতে বলেন— “আমরা মোঃ মনিরুজ্জামান সাহেবের সার্বিক মঙ্গল কামনা করছি। তার প্রচেষ্টা ও নেতৃত্বে দুর্নীতি তালাশ নিউজ টিভি পরিবার অচিরেই আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে।”

বাংলাদেশের বৃহত্তম এনজিও সংস্থা"আশা"উদ্যোগে গোপালপুরে সোনামুই গ্রামে হয়ে গেল মেডিকেল ফ্রি ক্যাম্পিং

বাংলাদেশের বৃহৎ এনজিও সংস্থা "আশা"এর উদ্যোগে হয়ে গেল ফ্রি মেডিকেল ক্যাম্পেইন যেখানে ফ্রিতে চিকিৎসা দেওয়া হয় এলাকার বিভিন্ন পেশাজীবী এবং কর্মজীবী মানুষের মধ্যে। ২৪ অক্টোবর ২০২৫ তারিখে টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার সোনামুই গ্রামে সকাল থেকে এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইন করা হয় আশায় এনজিও হেমনগর শাখার উদ্যোগে এটি বাস্তবায়িত করা হয়। উক্ত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন স্বাস্থ্যকর্মী এবং মেডিকেল অফিসারসহ অন্যান্য সেবিকারা। আশা এনজিও কর্তৃক ক্যাম্পেইনে বিশেষ ভূমিকা পালন করেছেন "আশা" হেমনগর ব্রাঞ্চের পক্ষথেকে আশা এনজিওর এই ক্যাম্পেইনে গ্রামের সকল পেশাজীবীর মানুষেরা স্বতঃস্ফূর্তভাবে ক্যাম্পেইনটিতে অংশগ্রহণ করেন এবং তারই মাধ্যমে তাদের স্বাস্থ্য পরীক্ষা সঠিক ভাবে নিরূপণ করতে সহযোগিতা করেন। আশা এনজিওর মাধ্যমে ক্যাম্পেইন করে মানুষের জন্য সময় উপযোগী এবং প্রয়োজনীয় একটি বিষয় হয়ে দাঁড়াবে যেটি গ্রামের মানুষের মধ্যে সচেতনতা এবং স্বাস্থ্য সঠিকভাবে পর্যালোচনা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই উদ্যোগে এলাকাবাসী অত্যন্ত প্রাণবন্ত ভাবে উৎফুল্ল প্রকাশ করেছে। উক্ত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন সাংবাদিকবৃন্দ এবং সাধারণ মানুষ। এবং তাদের ক্যাম্পেইন ডাক্তার সঠিকভাবে স্বাস্থ্যসেবা প্রদান করেছে। আশা এনজিও আগামী দিনগুলোর জন্য এইরকম ফ্রি মেডিকেল ক্যাম্পেইন মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি ধাপ হিসাবে গণ্য হবে।

সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লা পাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লা পাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার  বিকালে সদর উপজেলার স্থানীয় বেতগঞ্জ বাজাএই সমাবেশ অনুষ্ঠিত হয়। সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কাশেম দুলু সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট দীপংঙ্কর বনিক সুজিতের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মনাজ্জির হোসেন। সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সুহেল মিয়া, শাহজাহান মিয়া, এডভোকেট আব্দুল আহাদ জুয়েল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মুজাব্বির হোসেন অপু, ইমরান হোসেন শ্যামল, বিপ্লব খান, মো:শামিম আহমদ, সেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সাদিকুর রহমান চৌধুরী, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য আতাউর চৌধুরী শাহীন প্রমুখ।  এ ছাড়া ও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আনোয়ার আলম, লিয়াকত আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আতহাব চৌধুরী হাসান, শাখাওয়াত হোসেন পলাশ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক  ইমন আহমেদ, ফয়সাল আহমেদ, মিছবাহ হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহিম উদ্দিন, জেলা যুবদলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মঈনুদ্দিন আহমেদ রিপন,সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল কাইয়ুম সৌরভ,  বিএনপি নেতা নুরুল ইসলাম, ময়না মিয়া,স্বেচ্ছাসেবক দল নেতা রুজেল আহমেদ, আবুল হাসনাত, জেলা ছাত্রদল নেতা ইয়াহিয়া হাসান প্রমুখ। এ সময় সদর উপজেলা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  বক্তারা বলেন,বিএনপি ও সহযোগি সংগঠনের দুঃসময়ে যারা রাজপথে নির্যাতিত ও নিপিিতড় হয়েছেন, তাদের যথাযথ মূল্যায়নের ভিত্তিতেই ভবিষ্যতের ইউনিয়ন কমিটি গঠন করতে হবে। আওয়ামী লীগ ঘেঁষা বা ফ্যাসিস্টদের সাথে সম্পৃক্ত কোনো ব্যক্তিকে কমিটিতে রাখা যাবে না বলেও তারা দাবি জানান। দুর্দিনে যারা আন্দোলন সংগ্রামে ছিলেন তাদেরকে কমিটিতে মুল্যায়ন করা হবে। তারা বলেন,সুনামগঞ্জে জাতীয়তাবাদি শক্তির প্রাণপূরুষ এবং বিগত স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের আমলে জেল জুলুম,হুলিয়া মাথায় নিয়ে এই সংগঠনের নেতৃবৃন্দরা কেবল জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তূমান জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে আমরা রাজপথে ছিলাম এবং আগামী নির্বাচনে এই আসনে জনপ্রিয় ধানের শীষের প্রার্থী একমাত্র নুরুল ইসলাম নুরুলকে বিএনপির প্রার্থী করতে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া,ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট তৃণমূলের নেতৃবৃন্দরা জোর দাবী জানান।

টাঙ্গাইল শহরের গৌরঘোষ দধি ভাণ্ডারে ভ্রাম্যমান আদালতের জরিমানা

(২২ অক্টোবর) সকালে টাঙ্গাইল পৌর এলাকার পার্ক বাজার সংলগ্ন গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভান্ডারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। তিনি তার বিশেষ মনিটরিং টিম নিয়ে দোকানে থাকা দইয়ের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, বেশ কিছু পরিমাণ পচে যাওয়া দই দোকানে সংরক্ষণ করা এবং মিষ্টান্ন তৈরীর বড় কড়াইয়ে টিকটিকির মল পাওয়ার দায়ে টাঙ্গাইলের গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভান্ডারকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান, গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভান্ডারকে সতর্ক করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযোগ পাওয়া গেলে, আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবেন। অভিযানে পৌর স্যানেটারি ইন্সপেক্টর ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযোগ প্রসঙ্গে গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী স্বপ্নন কুমার ঘোষ জানান, সাধারণত তিনি খুচরা ভাবে দধি বিক্রি করে থাকেন। ফলে তৈরিকৃত দধিতে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ দেওয়া সম্ভব হয় না। তবে এখন থেকে দেওয়া হবে। তিনি আরও জানান, উদ্ধারকৃত পচে যাওয়া দধিগুলো ফেলে দেওয়ার জন্য রাখা হয়েছিল। এছাড়া যে মিষ্টি তৈরীর বড় কড়াইয়ে টিকটিকির মল হাওয়া গেছে, সেটি বর্তমানে মিষ্টি তৈরীর কাজে ব্যাবহার করা হচ্ছে না। আমরা সবসময় চেষ্টাকরি গ্রাহককে সর্বোচ্চ মানের দধি ও মিষ্টান্ন সরবরাহ করার।

মিস এন্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন ওয়ান”–এ প্রথম রানার্সআপ আদ্রিজা আফরিন সিনথিয়া

“মিস এন্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন ওয়ান”–এ প্রথম রানার্সআপ আদ্রিজা আফরিন সিনথিয়া দেশের আয়োজিত বর্ণাঢ্য প্রতিযোগিতা “মিস এন্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন ওয়ান”-এ প্রথম রানার্সআপের মুকুট জয় করলেন তরুণ ফ্যাশন মডেল আদ্রিজা আফরিন সিনথিয়া। ফ্যাশন জগতে ইতিমধ্যেই তিনি নিজেকে প্রমাণ করেছেন বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করে। শুধু মডেলিং নয়, সিনথিয়া অভিনয়ের ক্ষেত্রেও নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন বুকে লালন করছেন। ইতোমধ্যে তিনি সরকারি অনুদানপ্রাপ্ত সাদেক সিদ্দিকীর পরিচালনায় “দেনা পাওনা” সিনেমায় অভিনয় করছেন। রানার্সআপের মুকুট মাথায় পরার পর আবেগে আপ্লুত সিনথিয়া জানান—ঢালিউড কুইন চিত্রনায়িকা অপু বিশ্বাস আমাকে মুকুট পড়িয়ে দিয়েছেন এই আনন্দ আমি বুঝাতে পারবো না। “এই সাফল্য আমার জন্য অনেক বড় অর্জন। তবে আমি শুধু এখানেই থেমে থাকতে চাই না। আমি চাই নিজেকে মিডিয়া অঙ্গনে আরও দূর, বহুদূর এগিয়ে নিয়ে যেতে। দেশবাসীর কাছে আমি দোয়া চাই।” আজকের এই অর্জন আমি আবার মা বাবা পরিবার এবং আমাকে যারা সাপোর্ট করেছেন তাদেরকে উৎসর্গ করতে চাই। বহু বাধা ও প্রতিকূলতা পেরিয়ে আজকের এই অবস্থানে পৌঁছেছেন সিনথিয়া। তাঁর অদম্য চেষ্টা, আত্মবিশ্বাস আর স্বপ্নই তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ফ্যাশন থেকে চলচ্চিত্র—সব জায়গাতেই আলো ছড়ানোর ইচ্ছে তার। বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে সিনথিয়া এখন এক অনুপ্রেরণার নাম। তাঁর কথায়— “এই মুকুট আমার স্বপ্নযাত্রার প্রথম ধাপ মাত্র। সামনে আরও অনেক পথ, আরও অনেক লড়াই।”

সারা দেশ

আরও পড়ুন
“প্রত্যেকটি অবদানই গুরুত্বপূর্ণ”— এই প্রতিপাদ্যে ঘাটাইলে উৎসবমুখর স্বেচ্ছাসেবক দিবস পালন
“প্রত্যেকটি অবদানই গুরুত্বপূর্ণ”— এই প্রতিপাদ্যে ঘাটাইলে উৎসবমুখর স্বেচ্ছাসেবক দিবস পালন

টাঙ্গাইলের ঘাটাইলে “প্রত্যেকটি অবদানই গুরুত্বপূর্ণ” প্রতিপাদ্যে নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ২০২৫ পালিত হয়েছে। গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির আয়োজনে অনুষ্ঠিত দিনব্যাপী এ কর্মসূচিতে অংশ নিয়ে উৎসবমুখর পরিবেশে স্বেচ্ছাসেবার মর্মবাণী ছড়িয়ে দেন স্থানীয় তরুণ-তরুণীরা। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে দেউলাবাড়ী ইউনিয়নের পাকুটিয়া পাবলিক মডেল হাই স্কুল প্রাঙ্গণ থেকে গুড নেইবারস ইয়ুথ সদস্যদের অংশগ্রহণে বের হয় এক প্রাণবন্ত র‍্যালি। র‍্যালিতে অংশগ্রহণকারীরা স্বেচ্ছাসেবা, মানবিক মূল্যবোধ, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক দায়বদ্ধতা বিষয়ে নানা বার্তা সম্বলিত ব্যানার ও প্লকার্ড প্রদর্শন করেন। র‍্যালিকে ঘিরে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে উৎসর্গ, ঐক্য ও মানবসেবার মূল্যবোধে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বেচ্ছাসেবার গুরুত্ব, সমাজে যুবসমাজের অবদান, কমিউনিটি উন্নয়ন ও পরিবেশ সচেতনতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। গুডনেইবারস উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সেলিম হোসাইনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সিডিসি’র ভাইস চেয়ারপার্সন ড. ফনীন্দ্র লাল পাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাকুটিয়া মডেল পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরজিৎ কুমার। বক্তারা বলেন, স্বেচ্ছাসেবীরা সমাজের প্রকৃত পরিবর্তনকারী—তাদের একেকটি উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। আলোচনা সভার পাশাপাশি আয়োজন করা হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে স্থানীয় শিল্পী ও শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবা ও মানবিকতার বার্তা বহনকারী গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন। এতে অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। অন্যদিকে কমিউনিটিতে পরিবেশ সচেতনতা বাড়াতে পরিচালিত হয় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। তরুণ স্বেচ্ছাসেবীরা বিদ্যালয় ও আশপাশের এলাকায় ঝাড়ু দেওয়া, আবর্জনা সংগ্রহ ও বর্জ্য পৃথকীকরণে স্থানীয়দের সচেতন করেন। পরিবেশবান্ধব আচরণ উৎসাহিত করতে গুড নেইবারস বাংলাদেশ-এর পক্ষ থেকে পাকুটিয়া মডেল পাবলিক উচ্চ বিদ্যালয়কে রিসাইকেলযোগ্য ও সাধারণ বর্জ্যের জন্য দুটি ৬০ লিটারের ডাস্টবিন উপহার দেওয়া হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ এ উদ্যোগকে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করে গুড নেইবারস বাংলাদেশকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানের শেষাংশে গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির পক্ষ থেকে জানানো হয়, স্বেচ্ছাসেবাকে তারা সামাজিক পরিবর্তনের মূল শক্তি মনে করে। ভবিষ্যতেও শিশু, কিশোর, যুব ও কমিউনিটি উন্নয়নমূলক কার্যক্রম আরও সম্প্রসারণ এবং স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত উদ্যোগ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

ডিসেম্বর ৬, ২০২৫ 0
বেগম খালেদা জিয়া শুধু রাজনৈতিক নেত্রী নন, তিনি বাংলাদেশের মানুষের আশা–আকাঙ্ক্ষার প্রতীক-সুলতান সালাউদ্দিন টুকু

বেগম খালেদা জিয়া শুধু রাজনৈতিক নেত্রী নন, তিনি বাংলাদেশের মানুষের আশা–আকাঙ্ক্ষার প্রতীক-সুলতান সালাউদ্দিন টুকু

টাঙ্গাইলে ডি-ম্যাবের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

টাঙ্গাইলে ডি-ম্যাবের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

টাঙ্গাইলের দেলদুয়ারে ৮ ইউনিয়নের ২৪০ জনকে চিকিৎসাসেবা ও শীতবস্ত্র দিল বাংলাদেশ সেনাবাহিনী

টাঙ্গাইলের দেলদুয়ারে ৮ ইউনিয়নের ২৪০ জনকে চিকিৎসাসেবা ও শীতবস্ত্র দিল বাংলাদেশ সেনাবাহিনী

আরিচা-ঘিওর-দৌলতপুর-নাগরপুর-টাঙ্গাইল মহাসড়ক উন্নয়ন কাজে স্থবিরতা, জনদুর্ভোগ চরমে
আরিচা-ঘিওর-দৌলতপুর-নাগরপুর-টাঙ্গাইল মহাসড়ক উন্নয়ন কাজে স্থবিরতা, জনদুর্ভোগ চরমে

টাঙ্গাইলের আরিচা-ঘিওর-দৌলতপুর-নাগরপুর হয়ে সদর পর্যন্ত ৫০ কিলোমিটার গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়কের উন্নয়ন ও প্রসারণ প্রকল্পটি শুরু হয়েছিল ২০২২ সালের ১ জানুয়ারি। নির্ধারিত সময় অনুযায়ী ২০২4 সালের মধ্যেই কাজ শেষ হওয়ার কথা থাকলেও আজও প্রকল্পের অগ্রগতি ‘কচ্ছপ গতির’ বেশি নয়। ভূমি অধিগ্রহণ জটিলতা, এলাইমেন্ট নকশায় বারবার পরিবর্তন, বনবিভাগের গাছের মূল্য নির্ধারণে বিলম্ব ও পল্লী বিদ্যুৎ বিভাগের অসহযোগিতা—সব মিলিয়ে প্রকল্পটি এখন প্রায় স্থবির। এতে শুধু দৈনিক যাতায়াতকারীরাই নয়, বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন ও জরুরি সেবাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রকল্পের কাজ দেরিতে হওয়ায় মহাসড়কের বিভিন্ন অংশে মাটি ভরাট করে রেখে দেওয়া, নির্মাণ সামগ্রী স্তূপ করে রাখা, পুরাতন রাস্তায় বিশাল গর্ত—এসব কারণে রাস্তার অবস্থা এখন ভয়াবহ।জরুরি রোগী পরিবহন, শিক্ষক–শিক্ষার্থীর দৈনিক যাতায়াত, কৃষিপণ্য ও শিল্পপণ্যের ট্রাক—সবাই একই দুর্ভোগের শিকার। দেলদুয়ার, নাগরপুর ও টাঙ্গাইল সদরের একমাত্র কানেক্টিং আঞ্চলিক মহাসড়কটি প্রায় ব্যবহার-অনুপযোগী। কয়েক লক্ষাধিক মানুষের প্রতিদিনের জীবনযাত্রায় এ পথ দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। যানবাহনের রক্ষণাবেক্ষণ খরচ বেড়ে গেছে কয়েক গুণ। অনেক চালকদের মতে, “এই রাস্তায় গাড়ি ওঠা মানেই ক্ষতির ঝুঁকি।” টাঙ্গাইল জেলা ভূমি অধিগ্রহণ শাখা জানায়—মোট ৪৬টি মৌজায় ২৪৫.৫৫৭৭ একর জমি অধিগ্রহণের কাজ প্রায় তিন বছর ধরে চললেও পুরোপুরি শেষ হয়নি এখনো। কেস নং ৩২, ৩৩ ও ৩৪–এর ক্ষতিপূরণ প্রদান চলমান কেস ৩১–এর আওতায় অলোয়া, বরটিয়া ও ভবানী এলাকায় ৮ ধারা নোটিশ দেওয়া হয়েছে।কেস নং ২২, ২৩, ২৫, ২৬ ও ৩০–এ আপত্তি শুনানি ও তদন্ত চলছে সাব-রেজিস্ট্রি অফিস থেকে জমির মূল্যহার পাঠানো হয়নি—চাষাভাদ্রা, সাটিয়াগাজী, আররা কুমেদ, ভাদ্রা, টেংরীপাড়াসওজের এলাইমেন্ট নকশা আটকে আছে—দুয়াজানি, বাড়াপুষা, কাঠুরি, বাবনাপাড়া, ঘিওরকোল, ডাঙ্গা।বনবিভাগের গাছের মূল্য নির্ধারণে বিলম্বে কেস নং ১৫ ও ২৪ স্থবির।এই দীর্ঘসূত্রতায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রকৃত জমির মালিকরা, ঠিকাদারি প্রতিষ্ঠান এবং সবচেয়ে বেশি—সাধারণ মানুষ। সিএনজি যাত্রী জাহানারা আক্তার বলেন— “প্রতিদিন টাঙ্গাইল শহরে যাওয়ার জন্য এ পথ ব্যবহার করি। পাঁচ মিনিটের ঝাঁকুনিতেই মানুষ অসুস্থ হয়ে যায়। জরুরি প্রয়োজনে ছাড়া আমরা আর শহরে যেতে চাই না।” ট্রাকচালক শহীদ মিয়া বলেন— “বড় বড় গর্তে ভরা রাস্তা। গাড়ির হায়াত কমে যায়, দুর্ঘটনা বাড়ে, খরচ বাড়ে। এই রাস্তায় ট্রাক নিয়ে চলা মানেই ঝুঁকি।” এনডিই-এর প্রজেক্ট ম্যানেজার আবু তালিব ফাহমিদুর রহমান জানান— “শুধু মানুষই ভুক্তভোগী নয়, আমাদের প্রতিষ্ঠানেরও লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে। শ্রমিক, মাটি বহন, উপকরণ পরিবহন—সব ব্যয় দ্বিগুণ হয়েছে। পুরোপুরি কাজ শুরু করতে না পারায় প্রকল্প অর্থনীতি ক্ষতিগ্রস্ত।” টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. সিনথিয়া আজমিরী খান জানান— “দেশের সার্বিক পরিস্থিতি, ভূমি অধিগ্রহণ জটিলতা ও বিভিন্ন সংস্থার অনুমোদন বিলম্বে কাজ থমকে গেছে। তবে ব্যয় বৃদ্ধি ছাড়াই কাজের মেয়াদ আরও দুই বছর বাড়ানোর প্রস্তাব পাঠানো হয়েছে।” এদিকে ১৬৩৫ কোটি ১০ লাখ টাকার প্রকল্পে শুধু টাঙ্গাইল অংশের জন্য বরাদ্দ ১১৩৫ কোটি টাকার বেশি। চার ঠিকাদারি প্রতিষ্ঠান—ডিয়েনকো, হাসান টেকনো, মীর ব্রাদার্স ও এনডিই—প্রকল্পটি বাস্তবায়ন করছে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শফিকুল ইসলাম জানান— “ডিসি স্যারের বিশেষ নজরদারিতে সব জটিলতা দ্রুতই সমাধান করা হবে। ক্ষতিগ্রস্তদের টাকা দ্রুতই প্রদান করা সম্ভব হবে। নাগরপুর, দেলদুয়ার, ঘাটাইল, দৌলতপুর অঞ্চলের মানুষ বহু বছর ধরে অপেক্ষায়। কৃষিপণ্য বাজারজাতকরণ, ব্যবসা-বাণিজ্য, স্কুল–কলেজে যাতায়াত, রোগী পরিবহন—সবখানে এই পথের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয়দের একটাই দাবি— “রাজনৈতিক জটিলতা, ফাইল–পত্র আর বিভাগীয় সিদ্ধান্তে যদি রাস্তা আটকে থাকে, তবে ক্ষতি হয় শুধু আমজনতারই।” অনেকেই আশা করছেন—মেয়াদ বৃদ্ধির প্রস্তাব চূড়ান্ত হলে আগামী দুই বছরের মধ্যেই মহাসড়কটি আধুনিক ও নিরাপদ সড়ক হিসেবে চালু হবে।

ডিসেম্বর ৫, ২০২৫ 0

টাঙ্গাইলের গোপালপুরে প্রাথমিক শিক্ষকদের দিনব্যাপী কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালিত

টাঙ্গাইল-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরের পক্ষ থেকে ৭ হাজার শীতবস্ত্র বিতরণ, মানবিক উদ্যোগে প্রশংসার ঝড়

টাঙ্গাইল-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরের পক্ষ থেকে ৭ হাজার শীতবস্ত্র বিতরণ, মানবিক উদ্যোগে প্রশংসার ঝড়

টাঙ্গাইলের মাভাবিপ্রবি ক্যাম্পাসে পরকীয়া সন্দেহে দুইজন ধরে প্রক্টর অফিসে, শেষ পর্যন্ত পুলিশের হাতে

টাঙ্গাইলের মাভাবিপ্রবি ক্যাম্পাসে পরকীয়া সন্দেহে দুইজন ধরে প্রক্টর অফিসে, শেষ পর্যন্ত পুলিশের হাতে

রাজধানীতে নিখোঁজ হওয়া টাঙ্গাইলের ধনবাড়ীর শাকিলের লাশ তুরাগ নদী থেকে উদ্ধার
রাজধানীতে নিখোঁজ হওয়া টাঙ্গাইলের ধনবাড়ীর শাকিলের লাশ তুরাগ নদী থেকে উদ্ধার

তুরাগ নদী থেকে তিন দিন নিখোঁজ থাকা মমিন খান শাকিল (২৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে স্থানীয়দের চোখে নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখা গেলে তুরাগ থানা পুলিশ গিয়ে উদ্ধার করে। শাকিল ৩০ নভেম্বর (শনিবার) রাতে রাজধানীর দিয়াবাড়ি এলাকা থেকে বাসায় ফেরার পথে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা তার ফোন বন্ধ পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। পরে তুরাগ নদীতে অজ্ঞাত পরিচয়ের লাশ উদ্ধারের পর আঙুলের ছাপ পরীক্ষা করে শাকিলের পরিচয় নিশ্চিত করে পুলিশ। ধনবাড়ী থানার ওসি এস.এম শহীদুল্লাহ বলেন, “তুরাগ থানা পুলিশ আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় নিশ্চিত হয়ে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে আমাদের জানায়। এরপর আমরা নিহতের পরিবারকে বিষয়টি অবহিত করেছি।” নিহত শাকিল টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের পোড়াবাড়ি গ্রামের আজাহার আলীর ছেলে। দরিদ্র পরিবারের সন্তান শাকিল ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তার সংসারে রয়েছে স্ত্রী ও এক শিশু সন্তান।

ডিসেম্বর ৪, ২০২৫ 0
টাঙ্গাইলের বন বিপর্যয়: অনুমোদনহীন স’মিলেই হারিয়ে যাচ্ছে প্রাকৃতিক শালবন

টাঙ্গাইলের বন বিপর্যয়: অনুমোদনহীন স’মিলেই হারিয়ে যাচ্ছে প্রাকৃতিক শালবন

নিখোঁজের চার দিন পর তুরাগ নদীতে ধনবাড়ীর যুবক মমিনের লাশ উদ্ধার

টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী বাজারের খাল এখন ময়লার ভাগাড়, বর্ষায় তলিয়ে যায় হাট-বাজার

টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী বাজারের খাল এখন ময়লার ভাগাড়, বর্ষায় তলিয়ে যায় হাট-বাজার

0 মন্তব্য

শীর্ষ সপ্তাহ

বেগম খালেদা জিয়া শুধু রাজনৈতিক নেত্রী নন, তিনি বাংলাদেশের মানুষের আশা–আকাঙ্ক্ষার প্রতীক-সুলতান সালাউদ্দিন টুকু
সারা দেশ

বেগম খালেদা জিয়া শুধু রাজনৈতিক নেত্রী নন, তিনি বাংলাদেশের মানুষের আশা–আকাঙ্ক্ষার প্রতীক-সুলতান সালাউদ্দিন টুকু

ডিসেম্বর ৬, ২০২৫ 0

ভোট জরিপ

আমাদের নতুন ওয়েবসাইট আপনাদের কাছে কেমন লাগছে