ঢাকা, বুধবার, এপ্রিল ৯, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

টুইটারে ‘ব্লু টিক’ অর্জনের প্রক্রিয়া সংশোধন করা হবে : এলন মাস্ক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২২, ০১:০৬ এএম

HTML tutorial
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের নতুন মালিক এলন মাস্ক বলেছেন, প্লাটফর্মটির মর্যাদাপূর্ণ ‘ব্লু টিক’ অর্জনের প্রক্রিয়াটি সংশোধন করা হবে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতিষ্ঠানটি অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য প্রতি মাসে ২০ ডলার চার্জ করা শুরু করতে পারে। মঙ্গলবার বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, এক টুইটে এলন মাস্ক বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমটির দায়িত্ব নেওয়ার কয়েকদিন পরে এই যাচাইকরণ প্রক্রিয়াটি পুনর্গঠন করা হচ্ছে। বর্তমানে ‘ব্লু টিক’ বিনামূল্যে করছে প্রতিষ্ঠানটি। অন্য সব অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট একটি অ্যাকাউন্টকে পরিচিত ও আলাদা করার এটি একটি কার্যকর উপায়। গত শুক্রবার ৪৪ বিলিয়ন ডলার দিয়ে টুইটার কিনে নিয়েছেন এলন মাস্ক। এরপর প্রতিষ্ঠানটিতে নিজেকে চিফ টুইট হিসেবে নতুন নাম দিয়েছেন। এদিকে, টুইটারের ওপর নিজের নিয়ন্ত্রণ আরও পোক্ত করলেন এলন মাস্ক। তিনি টুইটারের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছেন। যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে দাখিল করা নথিতে এ তথ্য জানানো হয়েছে। নথিতে বলা হয়েছে, গত ২৮ অক্টোবর টুইটারের মালিকানা কিনে নেন যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ও বিশ্বের শীর্ষ ধনী এলন মাস্ক। এতে তিনি টুইটারের একমাত্র পরিচালক হয়েছেন। এর আগে টুইটারের পরিচালক ছিলেন ৯ জন। পরিচালনা পর্ষদ থেকে বিদায় নেওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন টুইটার বোর্ডের সাবেক চেয়ারম্যান ব্রেট টেলর ও সাবেক প্রধান নির্বাহী পরাগ আগরওয়াল।

মু্ক্তধ্বনি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Google News Icon গুগল নিউজে দেখুন
HTML tutorial