ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লার মুরাদনগরে কুরআন অবমাননাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক

এইচ এম শাহীন

প্রকাশিত: ০৪ এপ্রিল, ২০২৫, ০৯:৩১ এএম

কুমিল্লার মুরাদনগরে কুরআন অবমাননাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
HTML tutorial

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাইড়া হাজী বাড়ির বাসিন্দা জাহিদ হাসান ওরফে খোরশেদ পান্নার বিরুদ্ধে পবিত্র কুরআন অবমাননার অভিযোগ এনে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। অভিযুক্ত ব্যক্তির কঠোর শাস্তির দাবি জানিয়ে তারা প্রতিবাদ জানান।

বুধবার (৩ এপ্রিল) বিকেলে মুরাদনগর উপজেলার ৮নং টনকী ইউনিয়নের বাইড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে এলাকার সর্বস্তরের জনগণ জড়ো হয়ে মানববন্ধনে অংশ নেন। প্রতিবাদী এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে নাজমুল হুদা লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন নজরুল ইসলাম মাস্টার, সমাজসেবক মো. ইউসুফ, মো. দেলোয়ার হোসেন, মাওলানা মহিউদ্দিন ও মো. জয়নাল হোসেন।

বক্তারা বলেন, "খোরশেদ পান্না পবিত্র কুরআনকে অবমাননা করে মুসলমানদের হৃদয়ে আঘাত হেনেছে। সে কুরআনকে মাটিতে ছুড়ে ফেলে ও থুতু নিক্ষেপ করে ইসলাম ধর্মের অবমাননা করেছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"

তারা আরও বলেন, "খোরশেদ পান্না একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার কারণে এলাকায় মাদক, চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধ বৃদ্ধি পেয়েছে। ফ্যাসিবাদী সরকারের সময় প্রভাবশালী ব্যক্তিদের সহযোগিতায় সে অপরাধমূলক কার্যক্রম চালিয়ে গেছে। এখন তার সঙ্গীরা তাকে মুক্ত করতে আদালতে দৌঁড়ঝাঁপ শুরু করেছে।"

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন অভিযুক্ত খোরশেদ পান্নার আপন বড় ভাই জয়নাল হোসেন। তিনি বলেন, "কোরআন অবমাননাকারী কখনো আমার ভাই হতে পারে না। আমি তার সর্বোচ্চ শাস্তি চাই।"

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান জানান, "ঈদের দিন বিকেলে স্থানীয়রা অভিযোগ করেন যে জাহিদ হাসান ওরফে খোরশেদ পান্না কোরআন অবমাননা করেছেন। অভিযোগের ভিত্তিতে তাকে দ্রুত গ্রেফতার করে কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।"

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "যদি কেউ কুরআন অবমাননাকারীর পক্ষ নেয়, তাহলে তার বিরুদ্ধেও সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে।" মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা একটি বিশাল মিছিল নিয়ে এলাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন এবং খোরশেদ পান্নার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেন।

মু্ক্তধ্বনি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Google News Icon গুগল নিউজে দেখুন

বাংলাদেশ রিলেটেড নিউজ

HTML tutorial