অঙ্গতার অন্ধকারে, আচ্ছন্য যত মানব মন
পাপাচারে গা ভাষায়ে, নিশ্চন্তে চলে জীবন-যাপন ।
অর্থ লিপ্সা, হিংসা, ঘৃনা, গীবত অনাচার
পূন্যবানরা সংখ্যালঘু, সহে অত্যাচার ।
কূরআন শিক্ষা, নামায-কালাম, ধর্মীয় যত বিধী-বিধান
বাদ দিয়ে সব শিখছে সবাই, বিদআতি নাচ ও গান ।
মুসলমান আজ নামে সবাই, নামায পড়ার সময় কোথায় ?
দুই ঈদে আর জুম্মাহ বাদে, মসজিদে কি ভুলেও যায় ?
মরণ অতি সন্নিকটে, করতে হবে মৃত্যু বরন
বিলাশ বহুল জীবন যাপন, হবে চির দূঃখের কারন ।