ঢাকা, রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ট্রেন লাইনচ্যুত: সিটিজি কালুরঘাট সেতুতে যানবাহন চলাচল ব্যাহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ জুন, ২০২২, ০৪:২১ এএম

ট্রেন লাইনচ্যুত: সিটিজি কালুরঘাট সেতুতে যানবাহন চলাচল ব্যাহত
সোমবার সন্ধ্যা থেকে চট্টগ্রাম কালুরঘাট সেতুতে একটি মালবাহী ট্রেনের গার্ড ভ্যান লাইনচ্যুত হয়ে যান চলাচল ব্যাহত হয়। বোয়ালখালী উপজেলার গোমদন্ডী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার অনুপম দে জানান, বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রামগামী একটি ট্রেনের পেছনের একটি গার্ড ভ্যান সেতুর ওপর লাইনচ্যুত হয়। “দোহাজারী পিকিং পাওয়ার প্লান্টে ফার্নেস অয়েল নিয়ে চট্টগ্রামে ফিরছিল। ট্রেনটি অবশ্য শেষেরটি ছাড়া অন্য সব বগি নিয়ে বন্দর শহরের দিকে রওনা দিতে পেরেছিল যেখানে একজন গার্ড হ্যান্ডব্রেক দিয়ে বসতেন,” তিনি বলেছিলেন। সেতুর ওপর রেললাইন থেকে গার্ড ব্রেক ভ্যান সরানোর জন্য ক্রেন আনা হচ্ছে বলে জানান স্টেশন মাস্টার। ব্রিজ অবরোধ করায় দুই প্রান্তে যানবাহন আটকে পড়ায় যাত্রীদের পায়ে হেঁটে সেতু পার হতে দেখা গেছে।
HTML tutorial