ঢাকা, বুধবার, মার্চ ১২, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ মার্চ, ২০২৫, ০৯:৫৯ পিএম

খুলনায় ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
HTML tutorial

আজ ১১ মার্চ ২০২৫, মঙ্গলবার, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। খুলনার শিববাড়ী মোড়ে আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা দেশে ক্রমবর্ধমান ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, কঠোর শাস্তি আরোপের মাধ্যমে সমাজে এ ধরনের অপরাধ প্রতিরোধ করা সম্ভব।

উল্লেখ্য, বাংলাদেশে বিদ্যমান আইনে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। ২০২০ সালের ১৭ নভেম্বর এ সংক্রান্ত আইন পাস করা হয়।

সমাবেশে বক্তারা আরও বলেন, আইন প্রণয়ন করাই যথেষ্ট নয়; এর সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে। তারা দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আহ্বান জানান, যাতে সমাজে এ ধরনের অপরাধ কমে আসে।

এ ধরনের কর্মসূচি সমাজে সচেতনতা বৃদ্ধি করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে বক্তারা আশা প্রকাশ করেন। তারা সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শিববাড়ী মোড় এলাকা প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা ধর্ষণের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং অপরাধীদের দ্রুত শাস্তির দাবি জানান।

এ ধরনের আন্দোলন ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে সমাজ থেকে ধর্ষণসহ সকল প্রকার সহিংসতা নির্মূল করা সম্ভব হবে বলে আয়োজকরা বিশ্বাস করেন।

HTML tutorial