ঢাকা, রবিবার, জুলাই ৬, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

একা পাকিস্তান নয়, ‘অপারেশন সিঁদুরে’ তিন শত্রুর মোকাবিলা করেছে ভারত!

মুক্তধ্বনি নিউজ ডেস্ক

মুক্তধ্বনি নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫ জুলাই, ২০২৫, ০২:১৩ পিএম

একা পাকিস্তান নয়, ‘অপারেশন সিঁদুরে’ তিন শত্রুর মোকাবিলা করেছে ভারত!
HTML tutorial

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ‘অপারেশন সিঁদুর’ নামে পাকিস্তানের অভ্যন্তরে চালানো ভারতীয় সামরিক অভিযানের নেপথ্যের তথ্য এবার সামনে আনলেন ভারতীয় সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিংহ।

এনডিটিভির বরাতে জানা গেছে, বৃহস্পতিবার (৪ জুলাই) ভারতের ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক অনুষ্ঠানে তিনি বলেন, “সীমান্তের ওপারে আমাদের একটাই শত্রু নয়, ছিল তিনটি দেশ। পাকিস্তান সামনে থাকলেও চীন ও তুরস্ক তাকে সাহায্য করেছে।”

তিনি জানান, সিঁদুর অভিযানে পাকিস্তানের অভ্যন্তরে মোট ৯টি সন্ত্রাসী ঘাঁটির অবস্থান চিহ্নিত করে আক্রমণ চালানো হয়। এই অভিযানে ভারতের সামনে বড় চ্যালেঞ্জ ছিল বহুমুখী কারণ—পাকিস্তানের সামরিক শক্তির একটি বিশাল অংশ এসেছে চীন থেকে। চীনের তৈরি অস্ত্র ও যন্ত্রপাতি পাকিস্তানের ৮১ শতাংশ সেনা সরঞ্জাম জুড়ে রয়েছে। চীন কার্যত পাকিস্তানকে একটি “লাইভ ল্যাব” হিসেবে ব্যবহার করছে বলে মন্তব্য করেন জেনারেল রাহুল।

তিনি আরও বলেন, “যখন ডিজিএমও স্তরের বৈঠক চলছিল, তখন আমাদের অনেক গোপন সামরিক তথ্য চীনের মাধ্যমে পাকিস্তানের কাছে পৌঁছে যাচ্ছিল। এই বিষয়টি প্রমাণ করে দেয় আমাদের আরও উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম প্রয়োজন।”

তিনি তৃতীয় প্রতিপক্ষ হিসেবে তুরস্কের নাম উল্লেখ করে বলেন, “পাকিস্তানকে সহায়তায় তুরস্কও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”

চীনের অস্ত্র বিক্রির পরিসংখ্যান ঘেঁটে দেখা যায়, ২০১৫ সাল থেকে পাকিস্তানে প্রায় ৮০০ কোটি মার্কিন ডলার মূল্যের অস্ত্র সরবরাহ করেছে চীন। শুধু ২০২০-২০২৪ সালেই বিশ্বজুড়ে অস্ত্র রফতানিকারক দেশগুলোর মধ্যে চীন রয়েছে চতুর্থ স্থানে, আর এর ৬৩ শতাংশই গেছে পাকিস্তানে।

উল্লেখ্য, ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন নিহত হন। এরপর ভারত ৬ মে মধ্যরাতে চালায় পাল্টা সামরিক অভিযান—‘অপারেশন সিঁদুর’। অভিযান চলে টানা চার দিন। ১০ মে উভয় দেশের মধ্যে যুদ্ধবিরতি হয়, যদিও দ্বিপাক্ষিক সম্পর্কে এখনও তিক্ততা রয়েছে।

যুদ্ধবিরতির পরও ভারতীয় চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান জানিয়েছেন, সংঘর্ষের সময় ভারতের যুদ্ধবিমান ধ্বংস হয়েছে, যদিও সংখ্যা প্রকাশ করেননি। এবার লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিংহ আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরলেন যা ভারত-পাক সংঘাতের বহুমাত্রিক বাস্তবতা সামনে এনেছে।

মু্ক্তধ্বনি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Google News Icon গুগল নিউজে দেখুন

বিশ্ব/আন্তর্জাতিক রিলেটেড নিউজ

HTML tutorial