ঢাকা, শুক্রবার, অক্টোবর ১১, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
HTML tutorial

নোয়াখালীতে বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

সাইফুল ইসলাম (নোয়াখালী জেলা সংবাদদাতা। )

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৪, ০৭:৪০ এএম

নোয়াখালীতে বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

 


 

বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল নোয়াখালী জেলার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

 

বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল, নোয়াখালী জেলার ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে নোয়াখালী জেলা আইনজীবী সমিতির ১নং হল রুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল এর কেন্দ্রীয় সভাপতি চাকসুর সাবেক ভিপি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট জসিম উদ্দিন সরকার।

 

সিনিয়র আইনজীবী ও নোয়াখালী বারের প্রাক্তন সভাপতি এডভোকেট মঈন উদ্দিন আহমেদ খসরুর সভাপতিত্বে উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ডেপুটি এটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট বারের প্রাক্তন সহ সম্পাদক এডভোকেট গিয়াস উদ্দিন মিঠু।

 

এডভোকেট নিজাম উদ্দিন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, এফ রহমান হল ছাত্র সংসদের প্রাক্তন ভিপি ও সুপ্রিম কোর্ট বারের প্রাক্তন সহ সম্পাদক এডভোকেট এ কে এম রেজাউল করিম খন্দকার, বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বারের প্রাক্তন সহ সম্পাদক এডভোকেট মো: মঈন উদ্দিন। আরো উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক ও ইসলামী ব্যক্তিত্ব জনাব ইসহাক খন্দকার বিএসসি বিএড, নোয়াখালী বারের প্রাক্তন সম্পাদক সিনিয়র আইনজীবী এডভোকেট তাজুল ইসলাম প্রমুখ।

 

উক্ত সম্মেলনে আগামী তিন বছরের জন্য ল,ইয়ার্স কাউন্সিলের নোয়াখালী জেলা কমিটি কেন্দ্রের অনুমোদনে ও কেন্দ্রীয় সভাপতির সরাসরি উপস্থিতিতে ঘোষণা করা হয়। 

৪২ সদস্য বিশিষ্ট কমিটিতে,  সভাপতি এডভোকট মঈন উদ্দিন আহম্মেদ খসরু সহঃ সভাপতি এডভোকেট ইসমাইল মাহমুদ এবং সেক্রেটারি হন এডভোকেট তাজুল ইসলাম।

 

উক্ত কমিটিতে তিন জনকে জয়েন্ট সেক্রেটারি হিসেবে মনোনীত করা হয়। তারা হলেন ১. এডঃ নিজাম উদ্দিন, ২. এডঃ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, ৩. এডঃ হাসানুজ্জামান। এসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবেও তিন জনের নাম ঘোষণা করেন। তারা হলেন ১.এডঃ তাকরীর হোসেন মোঃ নাজমুল হুদা ২. এডঃ বেলায়েত হোসেন জসিম ৩. এডঃ মিজানুর রহমান। 

 

কমিটিতে সাংগঠনিক সম্পাদক করা হয় এডভোকেট আব্বাস আলী খান ও সহঃ সাংগঠনিক সম্পাদক করা হয় এডঃ নোমান সিদ্দিক। এ ছাড়া আরো ৩১ জন কে বিভিন্ন পদে সংযুক্ত করে সর্বমোট ৪২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি সহ সকলের নাম ঘোষণা করা হয়।

 

নব গঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা আমীর, 

নায়েবে আমির, জেলা সেক্রেটারি সহ নোয়াখালী শহর আমীর ও সেক্রেটারি।

 

নেতৃবৃন্দ কেন্দ্র থেকে আগত সকল কেন্দ্রীয় অতিথি ও বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

মধ্যান্যভোজের মাধ্যমে সম্মেলনের সফল সমাপ্তি ঘোষণা করেন নবগঠিত কমিটির সভাপতি সহ সকল নেতৃবৃন্দ।

সারাদেশ রিলেটেড নিউজ

alo