ঢাকা, শুক্রবার, জানুয়ারী ২৪, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জেলা চ্যাম্পিয়ন নোয়াখালী পৌরসভা।

সাইফুল ইসলাম  (নোয়াখালী জেলা )

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৩, ০২:২৪ এএম

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জেলা চ্যাম্পিয়ন নোয়াখালী পৌরসভা।

 


বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ এর জেলা চ্যাম্পিয়ন নোয়াখালী পৌরসভা দল।

ফাইনাল ম্যাচে নোয়াখালী সদর উপজেলা দলকে ৩-০ গোলে পরাজিত করে।

 

খেলা শেষে সমাপনী ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

নোয়াখালী জেলা প্রশাসন ও নোয়াখালী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব- ১৭) বালক ও বালিকাদের ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। 

 

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ পিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবর রহমান। 

 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী পৌরসভার মেয়র শহিদুল্লা খান সোহেল, 

 

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোর্তাহীন বিল্লাহ। 

জেলা ক্রীড়া অফিসার মোঃ আলাউদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে গত ১লা অক্টোবর থেকে খেলা শুধু  হয়ে আজ বিজয়ী দলের হাতে কাপ তুলে দিয়ে খেলা শেষ করে।

সারাদেশ রিলেটেড নিউজ

HTML tutorial