নোয়াখালীতে মেসার্স আবুল খায়ের এন্ড আদার্স কর্তৃক আয়োজিত রিটেলার সম্মেলন এবং অভিবাদন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সন্ধ্যায় নোয়াখালী আবুল খায়ের এন্ড আদার্স এর স্বত্বাধিকার আরিফ হোসাইন তুহিনের মায়ের হাতে ফিতা কাটার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
তিনি অনুষ্ঠানে আগত বাংলাদেশের সর্ববৃহৎ ও সুপরিচিত কোম্পানি সমূহের উর্ধ্বতন সকল কর্মকর্তাদের প্রতি মেসার্স আবুল খায়ের এন্ড আদার্স এর পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
মেঘনা গ্রুপের ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর মোঃ খোরশেদ আলম।
আকিজ সিমেন্ট কোম্পানি লিমিটেডের হেড-অব-বিজনেস মশিউর রহমান ডালিম।
বি এস আর এম স্টীলস লিমিটেডের হেড-অব-সেলস মেহেদী হাসান চৌধুরী।
হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের
ডিভিশনাল হেড-অব-সেলস মীর শামসুদ্দিন আহমেদ।
মেঘনা সিম ডিলাক্স এর সিনিয়র জি.এম কাজী মোঃ মহিউদ্দিন।
বসুন্ধরা সিমেন্ট হেড-অব-সেলস মোঃ আলী খান সোহাগ।
এছাড়াও অনুষ্ঠানকে মনোমুগ্ধ ও প্রাণবন্ত করতে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার সকল উপজেলা থেকে আগত ব্যবসায়ী বৃন্দ।
আরিফ হোসাইন তুহিন বলেন, অতিথিদের উদ্দেশ্যে বলেন শত ব্যস্ততার মাঝেও আমার ডাকে সাড়া দিয়ে অনুষ্ঠানকে সফল করতে উপস্থিত হওয়ায় মেসার্স আবুল খায়ের এন্ড আদর্স এর পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানান।
পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আমার প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত সকল কোম্পানি অফিসার বৃন্দকে এবং আমার প্রতিষ্ঠানের সকল সদস্যকে যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই অনুষ্ঠানকে সফল করেছেন।