ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

চিন্ময় গ্রেপ্তার ও ভারতের প্রতিক্রিয়া নিয়ে রিজভীর সমালোচনা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৪, ১১:৪১ এএম

চিন্ময় গ্রেপ্তার ও ভারতের প্রতিক্রিয়া নিয়ে রিজভীর সমালোচনা
HTML tutorial

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিএনপির গ্রন্থ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে রিজভীর বক্তব্য: চিন্ময় গ্রেপ্তার ও ভারতের প্রতিক্রিয়া নিয়ে সমালোচনা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি গ্রন্থ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভারতের পররাষ্ট্র দপ্তরের সাম্প্রতিক বিবৃতিগুলো নিয়ে সমালোচনা করেছেন। তিনি বলেন, “ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস দেশের প্রচলিত আইনে গ্রেপ্তার হলেও এ নিয়ে ভারতের পররাষ্ট্র দপ্তর বারবার বিবৃতি দিচ্ছে। অথচ যেদিন ছাত্রলীগ বিশ্বজিৎকে হত্যা করল, সেদিন ভারতের পক্ষ থেকে কোনো বিবৃতি আসেনি।”

রিজভী অভিযোগ করেন, হঠাৎ করে ইসকনের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ ওঠে। তিনি বলেন, “চিন্ময় গ্রেপ্তার হয়েছে দেশের প্রচলিত আইন মেনে, তবে ভারত অযথা এতে হস্তক্ষেপ করছে।”

তিনি আরও দাবি করেন, “যেদিন ভারতের বাঁধ খুলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছিল, সেদিন মুসলিম ও হিন্দুদের বাড়ি ভেসে গেলেও ভারতের পক্ষ থেকে কোনো সহমর্মিতা দেখানো হয়নি।”

রিজভী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, “তিনি (শেখ হাসিনা) নিজের স্বার্থে রাজনীতি করেন। দেশের মানুষের জন্য তাঁর কোনো দায়বদ্ধতা নেই। এমনকি সংকটময় পরিস্থিতিতে দলের নেতা-কর্মীদের পাশে না দাঁড়িয়ে পালিয়ে গিয়েছিলেন।”

অনুষ্ঠানে “ঐতিহাসিক ৭ই নভেম্বর ১৯৭৫: জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মহানায়ক জিয়াউর রহমান” শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। প্রধান আলোচক ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এম রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হাছানাত আলী।

রিজভী বলেন, “বাংলাদেশের মানুষ জানে কীভাবে সংকট মোকাবিলা করতে হয়। ১৮ কোটি মানুষের দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র ব্যর্থ হবে। দেশের মানুষ তাদের অধিকার রক্ষায় জীবন উৎসর্গ করতেও প্রস্তুত।”

মু্ক্তধ্বনি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Google News Icon গুগল নিউজে দেখুন

বাংলাদেশ রিলেটেড নিউজ

HTML tutorial