ঢাকা, বুধবার, এপ্রিল ৯, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

গোপালপুরে ফিলিস্তিনিদের উপর ইসরাইলি হামলার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ মার্চ, ২০২৫, ০৬:০০ পিএম

গোপালপুরে ফিলিস্তিনিদের উপর ইসরাইলি হামলার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত
HTML tutorial

গোপালপুরে নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরাইলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় আলেম-ওলামা ও তৌহিদি জনতার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শত শত মানুষ অংশগ্রহণ করে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন।

বিক্ষোভ মিছিলের সূচনা হয় গোপালপুর গোহাটি মসজিদ প্রাঙ্গণ থেকে। সেখানে আলেম-ওলামারা ও তৌহিদি জনতা একত্রিত হয়ে বক্তব্য প্রদান করেন। বক্তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে হওয়া চুক্তির কথা উল্লেখ করে বলেন, গাজায় যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ইসরাইল অব্যাহতভাবে নিরীহ শিশু ও রোজাদার মুসলমানদের উপর হামলা চালিয়ে যাচ্ছে। তারা এই নৃশংস হামলার তীব্র নিন্দা জানান এবং মুসলিম বিশ্বকে এক হয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

বক্তারা বিশেষভাবে আরব দেশগুলোর নেতাদের সমালোচনা করেন, যারা ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নিচ্ছেন না। তারা বলেন, মুসলিম উম্মাহর উচিত ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনিদের পক্ষে জোরালো অবস্থান গ্রহণ করা।

সমাবেশ থেকে ইসরাইল ও তার মিত্র দেশগুলোর পণ্য বর্জনের আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, মুসলিম বিশ্বকে অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে হবে এবং ইসরাইলের অর্থনীতিকে দুর্বল করতে তাদের পণ্য সম্পূর্ণরূপে বর্জন করা জরুরি।

বক্তব্য শেষে বিক্ষোভ মিছিলটি গোহাটি মসজিদের সামনে থেকে শুরু হয়ে নন্দনপুর বাসস্ট্যান্ড পর্যন্ত গিয়ে আবার গোপালপুর থানার সামনে এসে সমাপ্ত হয়। সেখানে প্রতীকী প্রতিবাদ হিসেবে ট্রাম্প ও নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করা হয়। এরপর বিক্ষোভকারীরা ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে আরও কিছু বক্তব্য প্রদান করেন এবং সমাবেশের শেষ পর্যায়ে বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে বিশ্ব মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়।

এই বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে গোপালপুরের জনগণ ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের প্রতি তাদের দৃঢ় সমর্থন ও সংহতি প্রকাশ করেছে।

মু্ক্তধ্বনি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Google News Icon গুগল নিউজে দেখুন
HTML tutorial