দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী সোমবার (তারিখ) বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ইসলামিক ফাউন্ডেশন এই তথ্য নিশ্চিত করেছে। দীর্ঘ এক মাস রোজা রাখার পর মুসলিম সম্প্রদায় তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উদযাপন করতে যাচ্ছে।
এ বছর বিশ্বের বিভিন্ন দেশে ২৯টি রোজা পূর্ণ হওয়ায় মধ্যপ্রাচ্য, ইউরোপসহ বিভিন্ন দেশে রবিবার ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে। এবার বাংলাদেশেও ২৯টি রোজা সম্পন্ন হয়েছে, ফলে দেশের ধর্মপ্রাণ মুসলমানরা সোমবার ঈদ উদযাপন করবেন। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ, মালয়েশিয়া এবং বিশ্বের বৃহত্তম মুসলিম অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়াতেও সোমবার ঈদ উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে।
প্রতি বছরের মতো এবারও রাজধানী ঢাকায় ঈদের নামাজের জামাত আয়োজনের ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ এবং আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলা মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
জাতীয় ঈদগাহে ঈদের নামাজের ব্যবস্থাপনায় থাকবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
পুরাতন বাণিজ্য মেলা মাঠে ঈদের জামাত আয়োজন করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।
জাতীয় ঈদগাহ ও পুরাতন বাণিজ্য মেলা মাঠে প্রথম জামাত সকাল ৮:৩০ টায় অনুষ্ঠিত হবে।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রথম জামাত সকাল ৭:০০ টায় হবে।
বায়তুল মোকাররমে ঈদের মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে, যা সকাল ৭:০০টা থেকে বেলা পৌনে ১২টা পর্যন্ত চলবে।
দেশের অন্যান্য স্থানে ঈদের জামাত নিজ নিজ মসজিদ ও ঈদগাহে অনুষ্ঠিত হবে। প্রশাসনের পক্ষ থেকে ঈদের জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তারা ঈদকে শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের প্রতীক হিসেবে উদযাপনের আহ্বান জানিয়েছেন।
দেশের মুসলিম সম্প্রদায় উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে। আত্মীয়স্বজনদের সঙ্গে মিলিত হওয়া, বিশেষ খাবার পরিবেশন ও উপহার বিনিময়ের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন তারা।
মু্ক্তধ্বনি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন