ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কালিহাতীতে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক

শরিফুল ইসলাম : টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৫, ০২:৩৯ পিএম

কালিহাতীতে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক
HTML tutorial

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে গাঁজা ও দেশীয় অস্ত্রসহ মো. বাছেদ (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তিনি এলেঙ্গা পৌরসভার ভাবলা গ্রামের আবুল হোসেনের ছেলে।

গত রবিবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রাজাবাড়ি রেলগেট এলাকা থেকে তাকে আটক করে যৌথ বাহিনীর একটি দল। অভিযানটি পরিচালনা করেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট ইশতিয়াক।

কালিহাতীর সেনা ক্যাম্প থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী রাজাবাড়ি রেলগেট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মো. বাছেদকে আটক করা হয় এবং তার কাছ থেকে দেশীয় তৈরি একটি দা, চাপাতি, বাটাল, কেচি এবং ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক মাদক ব্যবসায়ী বাছেদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রাতেই কালিহাতী থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, মাদক ও অস্ত্র চোরাচালান রোধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মু্ক্তধ্বনি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Google News Icon গুগল নিউজে দেখুন

বাংলাদেশ রিলেটেড নিউজ

HTML tutorial