ঢাকা, শুক্রবার, অক্টোবর ১১, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
HTML tutorial

কোরআন প্রতিযোগিতায় আবারও বাংলাদেশের বিশ্বজয় (আহমদ বশির)

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৪, ০১:০৪ এএম

কোরআন প্রতিযোগিতায় আবারও বাংলাদেশের বিশ্বজয় (আহমদ বশির)

ইরানে শিক্ষার্থীদের নিয়ে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়েছে। এতে ছেলেদের মধ্যে পূর্ণ কোরআন হিফজ বিভাগে প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশের হাফেজ আহমদ বশির। দেশটির শিক্ষা মন্ত্রণালয় ও আওকাফ বিষয়ক সংস্থার তত্ত্বাবধানে ছেলে ও মেয়ে দুটি শাখায় অষ্টম বারের মতো প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ১৫টি দেশের ৩০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
 

গতকাল বুধবার (২১ ফেব্রুয়ারি) রাতে ইরানের রাজধানী তেহরানের সামিট হলে অনুষ্ঠিত বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন দেশটির প্রেসিডেন্ট ইবরাহিম রাইসিসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।

একই সময়ে দেশটির ৪০তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ৪০ দেশ থেকে ৬৯ জন অংশ নেয়।
 আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হিসেবে বিচারকের দায়িত্ব পালন করেন ইন্টারন্যাশনাল কোরআন রিসাইটেশন এসোসিয়েশন (ইকরা)-এর সভাপতি শায়খ আহমাদ বিন ইউসুফ আযহারী।

এর আগে গত ৭ ফেব্রুয়ারি আহমদ বশির আলজেরিয়ার কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে। সে রাজধানীর যাত্রাবাড়ীস্থ মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসায় পড়াশোনার করে। তার পিতার নাম মাওলানা মো. আব্দুর রশিদ।
 হবিগঞ্জের লাখাই উপজেলার বেগুনাই গ্রামে তার বাড়ি।

মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ব গড়ে তুলতে ইরান প্রতিবছর পবিত্র কোরআন বিষয়ক আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার আয়োজন করে। এবার প্রতিযোগিতার প্রতিপাদ্য ছিল ‘ওয়ান বুক, ওয়ান ন্যাশন, দ্য বুক অব রেজিস্ট্যান্স’। এ বছর প্রতিযোগিতাটির ৪০তম পর্ব অনুষ্ঠিত হয়। এর আগে গত বছর আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় তৃতীয় হয়েছিল বাংলাদেশের দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ শেখ মাহমুদুল হাসান।
২০২২ সালে এ প্রতিযোগিতায় প্রথম হয়েছিল হাফেজ সালেহ আহমদ তাকরীম।  

alo