ঢাকা, সোমবার, আগস্ট ৪, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আল্লামা সাঈদীর হত্যার অভিযোগে শেখ হাসিনার দিকে আঙুল তুললেন মাসুদ সাঈদী

মুক্তধ্বনি নিউজ ডেস্ক

মুক্তধ্বনি নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭ ডিসেম্বর, ২০২৪, ০২:৩১ পিএম

আল্লামা সাঈদীর হত্যার অভিযোগে শেখ হাসিনার দিকে আঙুল তুললেন মাসুদ সাঈদী
HTML tutorial

জাতীয় প্রেস ক্লাবে ‘আমার দেখা আল্লামা সাঈদী’ বইয়ের প্রকাশনা উৎসব ও আলোচনা সভায় আল্লামা সাঈদী ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট মাসুদ সাঈদী অভিযোগ করেছেন যে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বীরোচিত ভূমিকা রাখার কারণে পরিকল্পিতভাবে দেলাওয়ার হোসাইন সাঈদীকে হত্যা করা হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে মাসুদ সাঈদী বলেন, “যুদ্ধাপরাধের টোটাল অভিযোগটাই হলো একটা নাটক। ভারতীয় রাজনৈতিক ও অর্থনৈতিক আগ্রাসনের বিরুদ্ধে যখনই বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হতো, সবার আগে বাঘের মতো গর্জে উঠতেন আল্লামা সাঈদী।”

তিনি আরও বলেন, “ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার হাস্যকর মামলায় ২০১০ সালের ২৯ জুন আল্লামা সাঈদীকে গ্রেফতার করা হয়। কিন্তু পরে তাকে তথাকথিত যুদ্ধাপরাধ মামলায় বিচার করা হয়। যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারের মতো প্রমাণ সরকারের হাতে ছিল না। তাকে অন্যায়ভাবে আটকে রাখায় মুসলিম উম্মাহ ও বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হয়েছে।”

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গীর সাবেক ভাইস প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ সফিক উল্লাহ আল মাদানী। অনুষ্ঠানে বক্তারা আল্লামা সাঈদীর জীবন, কর্ম এবং ইসলামিক দাওয়াহ প্রচারে তার অবদানের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানের আয়োজকরা বলেন, “আমার দেখা আল্লামা সাঈদী” বইটি তার জীবনের বিভিন্ন দিক ও বাংলাদেশের রাজনীতিতে তার ভূমিকা নিয়ে আলোকপাত করেছে। বইটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য তার আদর্শকে জানার একটি উজ্জ্বল উপস্থাপনা।

মু্ক্তধ্বনি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Google News Icon গুগল নিউজে দেখুন
HTML tutorial