ফিলিস্তিন প্রশ্নটি আজ আর শুধু একটি রাজনৈতিক ইস্যু নয়, এটি এখন মুসলিম উম্মাহর হৃদয়ের স্পর্শকাতর একটি বিষয়। প্রতিদিন গাজা উপত্যকা ও পশ্চিম তীরের নিরীহ মানুষদের উপর চলমান দমন-পীড়ন বিশ্ব বিবেককে প্রশ্নবিদ্ধ করছে। অনেকে মনে করেন, ফিলিস্তিন আর কখনো ইসরাইল মুক্ত হবেনা। কিন্তু ইসলাম কী বলে? বর্তমান প্রেক্ষাপট আমাদের কী ইঙ্গিত দেয়?
ইসলামে ফিলিস্তিন ও বিশেষ করে মাসজিদুল আকসা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন:
سُبْحَانَ الَّذِي أَسْرَىٰ بِعَبْدِهِ لَيْلًا مِّنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَى
“পবিত্র ও মহিমান্বিত সেই সত্তা, যিনি তাঁর বান্দাকে রজনী বেলায় সফর করালেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত” (সূরা আল-ইসরা: ১)
এছাড়া, রাসূল (সা.) বহু হাদীসে ভবিষ্যতের এমন এক যুদ্ধে কথা বলেছেন, যেখানে মুসলমানেরা ইহুদিদের সঙ্গে যুদ্ধ করবে, এবং মুসলমানেরা বিজয়ী হবে। এক বিখ্যাত হাদীসে তিনি বলেন:
"তোমরা অবশ্যই ইহুদিদের সঙ্গে যুদ্ধ করবে, এমনকি পাথর ও গাছ বলবে, ‘হে মুসলিম! আমার পেছনে এক ইহুদি আছে, তাকে হত্যা কর।’..."
(সহীহ মুসলিম)
এই হাদীসটি অনেকেই ভবিষ্যতের এক মহাযুদ্ধ বা "আখেরি যামানার সংঘাত" হিসেবে ব্যাখ্যা করেন।
বর্তমানে ইসরাইল ফিলিস্তিন ভূখণ্ডের বড় একটি অংশ দখল করে রেখেছে এবং নানা উপায়ে সেটিকে স্থায়ী করতে চায়। তবে ২০২৩-২৪ সালের সংঘাতে দেখা গেছে, ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন – বিশেষ করে হামাস, ইসলামিক জিহাদ এবং পশ্চিম তীরের নতুন প্রজন্ম – তাদের আত্মত্যাগ, সাহস ও কৌশলে ইসরাইলের আধুনিক সেনাবাহিনীকে অনেকটাই চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
পশ্চিমা বিশ্বের একাংশ, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরাইলকে সমর্থন দিলেও, বিশ্বের বহু মুসলিম ও নিরপেক্ষ রাষ্ট্র এখন ফিলিস্তিনের ন্যায্য অধিকারের পক্ষে।
বিশ্বজুড়ে জনমত পরিবর্তন হচ্ছে – ইউরোপ-আমেরিকার জনগণও ফিলিস্তিনের মুক্তির পক্ষে আওয়াজ তুলছে।
বর্তমানে যুদ্ধ শুধু ময়দানে নয়, সোশ্যাল মিডিয়া ও মিডিয়া প্ল্যাটফর্মেও চলছে। ফিলিস্তিনি তরুণরা এখন বিশ্ববাসীর কাছে তাদের কষ্ট ও সংগ্রামের কথা পৌঁছে দিতে পারছে।
ইসলামিক বিশ্বাস: ফিলিস্তিন একদিন মুক্ত হবে, এবং মুসলমানরা আবারও বাইতুল মুকাদ্দাসে সালাত আদায় করবে – এটি অনেকের ঈমানের অংশ।
বাস্তব চিত্র: যদিও রাজনৈতিক ও সামরিক বাস্তবতা কঠিন, তবে ইতিহাস বলে, কোন দখল চিরস্থায়ী হয়নি। আফগানিস্তান, আলজেরিয়া, কিংবা দক্ষিণ আফ্রিকার মতো অনেক জাতি শত বছর দাসত্বের পর স্বাধীনতা অর্জন করেছে।
"ফিলিস্তিন কি কখনো ইসরাইল মুক্ত হবেনা?" — এই প্রশ্নের উত্তরে বলা যায়, ইসলামিক দৃষ্টিকোণ থেকে ফিলিস্তিনের মুক্তি অবধারিত। যদিও বাস্তবতা কঠিন ও জটিল, তবে আশার দ্বার কখনো বন্ধ হয় না। মুসলিম উম্মাহর ঐক্য, ইমানদার তরুণ প্রজন্ম এবং আল্লাহর উপর তাওয়াক্কুল – একদিন এই ভূমিকে স্বাধীনতা এনে দিবে ইনশাআল্লাহ।
👉 ফিলিস্তিনের মুক্তির জন্য দোয়া করুন।
👉 নির্যাতিতদের পাশে দাঁড়ান।
👉 সত্য প্রচারে সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন।
👉 এবং সর্বোপরি, মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব পালন করুন – ইমান, একতা এবং ইনসাফের মাধ্যমে।
মু্ক্তধ্বনি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন