২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পাওয়ায় টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক উপমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টুর খালাস উদ্যাপনে টাঙ্গাইল জেলায় মিষ্টি বিতরণ করা হয়েছে।
রোববার (১ ডিসেম্বর) দুপুরে শহরের শহীদ মিনারে জেলা বিএনপির নেতাকর্মীরা এ আনন্দ উদ্যাপন করেন।
জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান মালা বলেন, "মিথ্যা মামলায় দীর্ঘদিন ধরে স্বৈরাচারী হাসিনা সরকার আব্দুস সালাম পিন্টুকে জেলে আটক রেখেছিলেন। তবে বর্তমান সরকারের অধীনে নিরপেক্ষ বিচার বিভাগ ন্যায়বিচার নিশ্চিত করেছে। আজ আমরা সেই সুবিচারের প্রমাণ পেয়েছি। আমরা টাঙ্গাইলবাসী খুবই আনন্দিত।"
জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু বলেন, "টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস সালাম পিন্টুর খালাস টাঙ্গাইল জেলা বিএনপিকে নতুন করে উজ্জীবিত করেছে। টাঙ্গাইলবাসী আজ অত্যন্ত আনন্দিত।"
এদিন নেতাকর্মীরা দলীয় ঐক্য জোরদার করার আহ্বান জানান এবং আব্দুস সালাম পিন্টুর খালাসে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মু্ক্তধ্বনি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন