গাজীপুরের ধীরাশ্রমে আওয়ামী সরকারের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে বিক্ষুব্ধ জনতা ভাঙচুর চালায়। এ সময় আওয়ামী নেতাকর্মীদের হামলার শিকার হন বেশ কয়েকজন।
এই হামলার ঘটনার পরপরই রাতে গাজীপুর যান সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। পরে সার্জিস আলম নিজের ভেরিফাইড ফেসবুকে একটি স্ট্যাটাস দেন, যেখানে তিনি লেখেন, "গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন, আমরা আসছি।" তার এই পোস্টের পরপরই জাতীয় নাগরিক কমিটি গাজীপুরে বিক্ষোভ সমাবেশের ডাক দেয়।
জাতীয় নাগরিক কমিটির দাবি, সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর আওয়ামী দোসর ও সাবেক মেয়র জাহাঙ্গীরের লোকজন হামলা চালিয়েছে। এর প্রতিবাদেই শনিবার সকাল সাড়ে দশটায় ডিসি অফিস চত্বরে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয় সংগঠনটি।
এ প্রসঙ্গে গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, ছাত্রজনতার পরিচয় দিয়ে সাবেক মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ সময় স্থানীয় লোকজন তাদের আটক করে এবং মারধর করে। এতে প্রায় ১৬ জন আহত হন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। আহতদের মধ্যে গুরুতর পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গাজীপুরের পরিস্থিতি নিয়ে এখনো উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায়।