ঢাকা, শনিবার, এপ্রিল ৫, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

শহীদ আবু সাঈদের পরিবারের পাশে সেনাপ্রধান, আর্থিক সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৫, ১০:৩৩ পিএম

শহীদ আবু সাঈদের পরিবারের পাশে সেনাপ্রধান, আর্থিক সহায়তা প্রদান
HTML tutorial

সেনাবাহিনীর পক্ষ থেকে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের পিতার নিকট আর্থিক সহায়তা হস্তান্তর করেছেন সেনাপ্রধান।

২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিরস্ত্র অবস্থায় শহীদ হন আবু সাঈদ। তাঁর এই নিঃস্বার্থ আত্মত্যাগ জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

এর আগে, ২০২৪ সালের ১০ ডিসেম্বর শহীদ আবু সাঈদের পিতা হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে তাঁকে রংপুর থেকে দ্রুত সিএমএইচ, ঢাকা’তে আনা হয়। উন্নত চিকিৎসার মাধ্যমে তিনি সুস্থ হয়ে ওঠেন।

পরবর্তীতে, ২৩ মার্চ ২০২৫ তারিখে সেনাবাহিনীর উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়, যেখানে সেনাপ্রধানের আমন্ত্রণে শহীদ আবু সাঈদের পিতাও উপস্থিত ছিলেন। এই ইফতার মাহফিলে সেনাপ্রধান তাঁর পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং আনুষ্ঠানিকভাবে আর্থিক সহায়তা প্রদান করেন।

এই সহায়তা শহীদ পরিবারের প্রতি সেনাবাহিনীর দায়বদ্ধতা ও কৃতজ্ঞতার প্রকাশ বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মু্ক্তধ্বনি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Google News Icon গুগল নিউজে দেখুন
HTML tutorial