ঢাকা, সোমবার, এপ্রিল ১৪, ২০২৫ খ্রিস্টাব্দ | ১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় হামলার প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’র ডাক, ৭ এপ্রিল বিশ্বব্যাপী হরতালের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬ এপ্রিল, ২০২৫, ০৭:১৯ পিএম

গাজায় হামলার প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’র ডাক, ৭ এপ্রিল বিশ্বব্যাপী হরতালের আহ্বান
HTML tutorial

গাজায় চলমান বর্বরোচিত হামলার প্রতিবাদে আগামীকাল, ৭ এপ্রিল বিশ্বব্যাপী হরতালের আহ্বান জানিয়েছেন গাজাবাসী। এই আহ্বানে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশে ‘মার্চ ফর গাজা’র ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।

রোববার (৬ এপ্রিল) বিকেলে নিজের ফেসবুক পোস্টে তিনি এ ঘোষণা দেন। পোস্টে তিনি ‘বাংলাদেশ ফর গাজা’ বার্তা তুলে ধরে বলেন, “গণহত্যা বন্ধের দাবিতে বিশ্বের সব দেশে একযোগে স্কুল, কলেজ, ভার্সিটি, অফিস, আদালত সবকিছু বন্ধ রাখার আহ্বান জানিয়েছে আমাদের মজলুম গাজার ভাই-বোনেরা।”

সারজিস আলম আরও বলেন, “মানুষ কিংবা মুসলিম হিসেবে এসব প্রতিষ্ঠান বন্ধ রাখাই শুধু আমাদের দায়িত্ব নয়, বরং দল-মত-নির্বিশেষে আমাদের সবাইকে রাজপথে নেমে ইসরায়েলি খুনিদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা হয়তো সরাসরি গাজায় গিয়ে তাদের সঙ্গে লড়তে পারবো না, কিন্তু অন্তত নিজেদের ভূমিতে রাজপথে নামতে পারি তাদের সমর্থনে।”

তিনি আহ্বান জানান, “এনসিপি, বিএনপি, জামায়াত কিংবা কোনো রাজনৈতিক ব্যানারে নয়, বরং ‘বাংলাদেশ’ ব্যানারে গাজাবাসীর পক্ষে রাজপথে নামুক দেশের মানুষ। খুনি, রক্তপিপাসু নেতানিয়াহুর বিরুদ্ধে গর্জে উঠুক প্রতিটি প্রান্ত।”

এনসিপি নেতা বলেন, “প্রত্যেক জেলায় ছাত্র-জনতার প্রতিনিধি হিসেবে কয়েকজন দায়িত্ব নিয়ে এই কর্মসূচি ঐক্যবদ্ধভাবে বাস্তবায়ন করুক। আগামীকাল ৭ এপ্রিল হোক গাজার পক্ষে বাংলাদেশের সোচ্চার অবস্থান।”

সারজিস আলমের এই আহ্বান ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং ব্যাপক সাড়া ফেলেছে। বহু মানুষ মন্তব্যে একাত্মতা প্রকাশ করছেন ও নিজেদের এলাকার মানুষদের নিয়ে রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

মু্ক্তধ্বনি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Google News Icon গুগল নিউজে দেখুন
HTML tutorial