ঢাকা, শুক্রবার, অক্টোবর ১১, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
HTML tutorial

ইন্নালিল্লাহ! হাটহাজারী মাদ্রাসার প্রধান মুফতি আল্লামা মুফতি নুর আহমদ হুজুর আর নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৪, ১২:১২ এএম

ইন্নালিল্লাহ! হাটহাজারী মাদ্রাসার প্রধান মুফতি আল্লামা মুফতি নুর আহমদ হুজুর আর নেই

দেশের সবচেয়ে বড় কওমি মাদরাসা দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর প্রধান মুফতি ও মুহাদ্দিস মাওরানা নূর আহমদ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) তার বয়স হয়েছিল ৯০ বছর।

বৃহস্পতিবার (৩০ মার্চ) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম নগরীর একটি প্রাইভেট হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। শুক্রবার (৩১ মার্চ) বাদ আসর হাটহাজারী মাদরাসার মাঠে তার নামাজে জানাজা হওয়ার কথা রয়েছে।

মুফতি নূর আহমদ হাটহাজারী মাদরাসার প্রধান মুফতি ছিলেন। তিনি প্রখ্যাত আলেম আল্লামা মুফতি ফয়জুল্লাহর বিশেষ ছাত্র ও সর্বশেষ খলিফা ছিলেন।

মুফতি নূর আহমদ দীর্ঘদিন ধরে হাটহাজারী মাদরাসায় শিক্ষকতা করেন। তিনি জামেয়ার নাজেমে দারুল ইকামার প্রধান ছিলেন। এছাড়া কিছু দিনের জন্য শিক্ষাসচিবও ছিলেন।

তার মৃত্যুতে মাদরাসার ছাত্র-শিক্ষকসহ তার ভক্ত-অনুরাগীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানাচ্ছেন।

alo