সারা দেশ

টাঙ্গাইলে অনুমোদনহীন বহুতল ভবন নির্মাণে ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা

reporter-icon
নাদিম তালুকদার: স্টাফ রিপোর্টার ( মুক্তধ্বনি )
ডিসেম্বর ৩, ২০২৫ | 0
টাঙ্গাইলে অনুমোদনহীন বহুতল ভবন নির্মাণে ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা
টাঙ্গাইলে অনুমোদনহীন বহুতল ভবন নির্মাণে ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা
টাঙ্গাইল পৌরসভার বিশ্বাস বেতকা এলাকার ঘটকবাড়ি সড়কে ‘মক্কা টাওয়ার’ নামে বহুতল ভবন নির্মাণকে কেন্দ্র করে চরম ভোগান্তিতে পড়েছেন আশপাশের কয়েকশো বাসিন্দা। যথাযথ প্ল্যান, অনুমোদন, নিরাপত্তা ব্যবস্থা ও রাস্তার চলাচল নিশ্চিত না করেই ভবন নির্মাণ করায় পুরো এলাকায় সৃষ্টি হয়েছে চরম দুর্ভোগ, ভীতি ও ক্ষোভের পরিবেশ। স্থানীয় বাসিন্দা সারোয়ার আলম এ বিষয়ে টাঙ্গাইল পৌরসভায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, আব্দুল মান্নান ও তার সহযোগীরা অনুমোদন ছাড়া বহুতল ভবন নির্মাণ করায় প্রতিদিন দুই থেকে তিনশ মানুষের চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, “ভবন নির্মাণের কারণে আমার বাড়ির সামনের মূল রাস্তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। ভাড়াটিয়াদের যাতায়াতে সমস্যা, প্রচণ্ড শব্দদূষণ, বালু-ইটের স্তূপ, কাঁদামাটি—সব মিলিয়ে সাধারণ জীবনযাপনই অসম্ভব হয়ে গেছে। প্রায়ই পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে সড়কে জলাবদ্ধতাও সৃষ্টি হচ্ছে।” আরেক বাসিন্দা সাহানা আক্তার বেবি জানান, “এই ভবন নির্মাণের কারণে দিনের পর দিন রাস্তায় বের হওয়াই কঠিন। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীরা ভীষণ বিপদে পড়ে। বালু-খোয়ার ধুলায় ঘরের দরজা-জানালা খুলে রাখা যায় না। আমাদের পরিবারগুলো চরম দুর্ভোগে রয়েছে।” এলাকাবাসীর অভিযোগ,ভবনটির কোনো অনুমোদিত নকশা নেই,নির্মাণসামগ্রী পুরো রাস্তাজুড়ে রাখা হয়,নিরাপত্তা বেষ্টনী ছাড়াই কাজ চলায় যেকোনো সময় বড় দুর্ঘটনার ঝুঁকি রয়েছে,রাস্তা বন্ধ থাকায় অ্যাম্বুলেন্স, গাড়ি বা জরুরি যানবাহন প্রবেশ করতে পারে না,এমনকি হেঁটেও চলাচল করা কঠিন হয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, এভাবে যত্রতত্র ও পরিকল্পনাহীনভাবে বহুতল ভবন নির্মাণ হলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা বা অবকাঠামোগত বিপর্যয় ঘটতে পারে। তারা জানাচ্ছেন, রাস্তা বন্ধ করে নির্মাণকাজ পরিচালনা করা আইনগতভাবেও সম্পূর্ণ অপরাধ। একাধিক অভিযোগ সত্ত্বেও স্থানীয় প্রশাসনের তেমন কোনো দৃশ্যমান পদক্ষেপ না থাকায় হতাশা বাড়ছে বলে জানান বাসিন্দারা। বিষয়টি জানতে চাইলে টাঙ্গাইল পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমানের অফিসে যোগাযোগ করা হলেও তিনি এ বিষয়ে কোনো মন্তব্য দিতে রাজি হননি। এদিকে অভিযুক্ত ভবন মালিক আব্দুল মান্নান ও তার সহযোগী ইউসুফের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। ভুক্তভোগীরা বলেন, “পৌরসভার দায়িত্ব হচ্ছে অনুমোদন ছাড়া কোনো বহুতল ভবন নির্মাণ বন্ধ করা। আমাদের অভিযোগগুলো দ্রুত তদন্ত করে রাস্তা খুলে দেওয়া, নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ নির্মাণের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।” এলাকাবাসী দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ, অনুমোদন যাচাই ও যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।
সর্বাধিক পঠিত
দুর্নীতি তালাশ নিউজ টিভির ঢাকা বিভাগীয় ব্যুরো চীফ হলেন সাংবাদিক মোঃ মনিরুজ্জামান।

দুর্নীতি তালাশ নিউজ টিভির নতুন ব্যুরো চিপ (ঢাকা বিভাগ) হলেন মোঃ মনিরুজ্জামান। নিজস্ব প্রতিবেদকঃ দুর্নীতি তালাশ নিউজ টিভি পরিবারে ব্যুরো চিপ (ঢাকা বিভাগ) পদে দায়িত্ব গ্রহণ করেছেন অভিজ্ঞ সংবাদকর্মী মোঃ মনিরুজ্জামান। তার দীর্ঘদিনের সাংবাদিকতা অভিজ্ঞতা ও নিষ্ঠা প্রতিষ্ঠানকে আরও গতিশীল ও শক্তিশালী করে তুলবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। প্রতিষ্ঠানটির দায়িত্বশীলরা জানান, দুর্নীতি দমন ও সামাজিক অন্যায়-অবিচার তুলে ধরতে মোঃ মনিরুজ্জামান সাহেবের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার আন্তরিক প্রচেষ্টা ও স্বচ্ছ দৃষ্টিভঙ্গি দুর্নীতি তালাশ নিউজ টিভির কর্মকাণ্ডকে আরও এগিয়ে নেবে। এই উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেনঃ ১️⃣ মোঃ শাহ নেওয়াজ, ব্যবস্থাপনা পরিচালক, দুর্নীতি তালাশ নিউজ টিভি ২️⃣ মোঃ শহিদুল ইসলাম, সম্পাদক ও প্রকাশক, দুর্নীতি তালাশ নিউজ টিভি ৩️⃣ মোঃ মাহমুদুল হাসান, বার্তা সম্পাদক, দুর্নীতি তালাশ নিউজ টিভি তারা এক যৌথ বিবৃতিতে বলেন— “আমরা মোঃ মনিরুজ্জামান সাহেবের সার্বিক মঙ্গল কামনা করছি। তার প্রচেষ্টা ও নেতৃত্বে দুর্নীতি তালাশ নিউজ টিভি পরিবার অচিরেই আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে।”

বাংলাদেশের বৃহত্তম এনজিও সংস্থা"আশা"উদ্যোগে গোপালপুরে সোনামুই গ্রামে হয়ে গেল মেডিকেল ফ্রি ক্যাম্পিং

বাংলাদেশের বৃহৎ এনজিও সংস্থা "আশা"এর উদ্যোগে হয়ে গেল ফ্রি মেডিকেল ক্যাম্পেইন যেখানে ফ্রিতে চিকিৎসা দেওয়া হয় এলাকার বিভিন্ন পেশাজীবী এবং কর্মজীবী মানুষের মধ্যে। ২৪ অক্টোবর ২০২৫ তারিখে টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার সোনামুই গ্রামে সকাল থেকে এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইন করা হয় আশায় এনজিও হেমনগর শাখার উদ্যোগে এটি বাস্তবায়িত করা হয়। উক্ত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন স্বাস্থ্যকর্মী এবং মেডিকেল অফিসারসহ অন্যান্য সেবিকারা। আশা এনজিও কর্তৃক ক্যাম্পেইনে বিশেষ ভূমিকা পালন করেছেন "আশা" হেমনগর ব্রাঞ্চের পক্ষথেকে আশা এনজিওর এই ক্যাম্পেইনে গ্রামের সকল পেশাজীবীর মানুষেরা স্বতঃস্ফূর্তভাবে ক্যাম্পেইনটিতে অংশগ্রহণ করেন এবং তারই মাধ্যমে তাদের স্বাস্থ্য পরীক্ষা সঠিক ভাবে নিরূপণ করতে সহযোগিতা করেন। আশা এনজিওর মাধ্যমে ক্যাম্পেইন করে মানুষের জন্য সময় উপযোগী এবং প্রয়োজনীয় একটি বিষয় হয়ে দাঁড়াবে যেটি গ্রামের মানুষের মধ্যে সচেতনতা এবং স্বাস্থ্য সঠিকভাবে পর্যালোচনা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই উদ্যোগে এলাকাবাসী অত্যন্ত প্রাণবন্ত ভাবে উৎফুল্ল প্রকাশ করেছে। উক্ত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন সাংবাদিকবৃন্দ এবং সাধারণ মানুষ। এবং তাদের ক্যাম্পেইন ডাক্তার সঠিকভাবে স্বাস্থ্যসেবা প্রদান করেছে। আশা এনজিও আগামী দিনগুলোর জন্য এইরকম ফ্রি মেডিকেল ক্যাম্পেইন মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি ধাপ হিসাবে গণ্য হবে।

সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লা পাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লা পাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার  বিকালে সদর উপজেলার স্থানীয় বেতগঞ্জ বাজাএই সমাবেশ অনুষ্ঠিত হয়। সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কাশেম দুলু সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট দীপংঙ্কর বনিক সুজিতের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মনাজ্জির হোসেন। সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সুহেল মিয়া, শাহজাহান মিয়া, এডভোকেট আব্দুল আহাদ জুয়েল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মুজাব্বির হোসেন অপু, ইমরান হোসেন শ্যামল, বিপ্লব খান, মো:শামিম আহমদ, সেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সাদিকুর রহমান চৌধুরী, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য আতাউর চৌধুরী শাহীন প্রমুখ।  এ ছাড়া ও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আনোয়ার আলম, লিয়াকত আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আতহাব চৌধুরী হাসান, শাখাওয়াত হোসেন পলাশ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক  ইমন আহমেদ, ফয়সাল আহমেদ, মিছবাহ হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহিম উদ্দিন, জেলা যুবদলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মঈনুদ্দিন আহমেদ রিপন,সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল কাইয়ুম সৌরভ,  বিএনপি নেতা নুরুল ইসলাম, ময়না মিয়া,স্বেচ্ছাসেবক দল নেতা রুজেল আহমেদ, আবুল হাসনাত, জেলা ছাত্রদল নেতা ইয়াহিয়া হাসান প্রমুখ। এ সময় সদর উপজেলা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  বক্তারা বলেন,বিএনপি ও সহযোগি সংগঠনের দুঃসময়ে যারা রাজপথে নির্যাতিত ও নিপিিতড় হয়েছেন, তাদের যথাযথ মূল্যায়নের ভিত্তিতেই ভবিষ্যতের ইউনিয়ন কমিটি গঠন করতে হবে। আওয়ামী লীগ ঘেঁষা বা ফ্যাসিস্টদের সাথে সম্পৃক্ত কোনো ব্যক্তিকে কমিটিতে রাখা যাবে না বলেও তারা দাবি জানান। দুর্দিনে যারা আন্দোলন সংগ্রামে ছিলেন তাদেরকে কমিটিতে মুল্যায়ন করা হবে। তারা বলেন,সুনামগঞ্জে জাতীয়তাবাদি শক্তির প্রাণপূরুষ এবং বিগত স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের আমলে জেল জুলুম,হুলিয়া মাথায় নিয়ে এই সংগঠনের নেতৃবৃন্দরা কেবল জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তূমান জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে আমরা রাজপথে ছিলাম এবং আগামী নির্বাচনে এই আসনে জনপ্রিয় ধানের শীষের প্রার্থী একমাত্র নুরুল ইসলাম নুরুলকে বিএনপির প্রার্থী করতে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া,ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট তৃণমূলের নেতৃবৃন্দরা জোর দাবী জানান।

টাঙ্গাইল শহরের গৌরঘোষ দধি ভাণ্ডারে ভ্রাম্যমান আদালতের জরিমানা

(২২ অক্টোবর) সকালে টাঙ্গাইল পৌর এলাকার পার্ক বাজার সংলগ্ন গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভান্ডারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। তিনি তার বিশেষ মনিটরিং টিম নিয়ে দোকানে থাকা দইয়ের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, বেশ কিছু পরিমাণ পচে যাওয়া দই দোকানে সংরক্ষণ করা এবং মিষ্টান্ন তৈরীর বড় কড়াইয়ে টিকটিকির মল পাওয়ার দায়ে টাঙ্গাইলের গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভান্ডারকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান, গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভান্ডারকে সতর্ক করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযোগ পাওয়া গেলে, আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবেন। অভিযানে পৌর স্যানেটারি ইন্সপেক্টর ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযোগ প্রসঙ্গে গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী স্বপ্নন কুমার ঘোষ জানান, সাধারণত তিনি খুচরা ভাবে দধি বিক্রি করে থাকেন। ফলে তৈরিকৃত দধিতে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ দেওয়া সম্ভব হয় না। তবে এখন থেকে দেওয়া হবে। তিনি আরও জানান, উদ্ধারকৃত পচে যাওয়া দধিগুলো ফেলে দেওয়ার জন্য রাখা হয়েছিল। এছাড়া যে মিষ্টি তৈরীর বড় কড়াইয়ে টিকটিকির মল হাওয়া গেছে, সেটি বর্তমানে মিষ্টি তৈরীর কাজে ব্যাবহার করা হচ্ছে না। আমরা সবসময় চেষ্টাকরি গ্রাহককে সর্বোচ্চ মানের দধি ও মিষ্টান্ন সরবরাহ করার।

মিস এন্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন ওয়ান”–এ প্রথম রানার্সআপ আদ্রিজা আফরিন সিনথিয়া

“মিস এন্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন ওয়ান”–এ প্রথম রানার্সআপ আদ্রিজা আফরিন সিনথিয়া দেশের আয়োজিত বর্ণাঢ্য প্রতিযোগিতা “মিস এন্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন ওয়ান”-এ প্রথম রানার্সআপের মুকুট জয় করলেন তরুণ ফ্যাশন মডেল আদ্রিজা আফরিন সিনথিয়া। ফ্যাশন জগতে ইতিমধ্যেই তিনি নিজেকে প্রমাণ করেছেন বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করে। শুধু মডেলিং নয়, সিনথিয়া অভিনয়ের ক্ষেত্রেও নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন বুকে লালন করছেন। ইতোমধ্যে তিনি সরকারি অনুদানপ্রাপ্ত সাদেক সিদ্দিকীর পরিচালনায় “দেনা পাওনা” সিনেমায় অভিনয় করছেন। রানার্সআপের মুকুট মাথায় পরার পর আবেগে আপ্লুত সিনথিয়া জানান—ঢালিউড কুইন চিত্রনায়িকা অপু বিশ্বাস আমাকে মুকুট পড়িয়ে দিয়েছেন এই আনন্দ আমি বুঝাতে পারবো না। “এই সাফল্য আমার জন্য অনেক বড় অর্জন। তবে আমি শুধু এখানেই থেমে থাকতে চাই না। আমি চাই নিজেকে মিডিয়া অঙ্গনে আরও দূর, বহুদূর এগিয়ে নিয়ে যেতে। দেশবাসীর কাছে আমি দোয়া চাই।” আজকের এই অর্জন আমি আবার মা বাবা পরিবার এবং আমাকে যারা সাপোর্ট করেছেন তাদেরকে উৎসর্গ করতে চাই। বহু বাধা ও প্রতিকূলতা পেরিয়ে আজকের এই অবস্থানে পৌঁছেছেন সিনথিয়া। তাঁর অদম্য চেষ্টা, আত্মবিশ্বাস আর স্বপ্নই তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ফ্যাশন থেকে চলচ্চিত্র—সব জায়গাতেই আলো ছড়ানোর ইচ্ছে তার। বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে সিনথিয়া এখন এক অনুপ্রেরণার নাম। তাঁর কথায়— “এই মুকুট আমার স্বপ্নযাত্রার প্রথম ধাপ মাত্র। সামনে আরও অনেক পথ, আরও অনেক লড়াই।”

সারা দেশ

আরও পড়ুন
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায়: উন্নয়ন, শৃঙ্খলা ও মানবিক সেবায় নতুন গতি এনেছেন ইউএনও খায়রুল ইসলাম
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায়: উন্নয়ন, শৃঙ্খলা ও মানবিক সেবায় নতুন গতি এনেছেন ইউএনও খায়রুল ইসলাম

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সার্বিক উন্নয়ন, শৃঙ্খলা ও মানবিক সেবায় নতুন মাত্রা যোগ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম। দায়িত্ব গ্রহণের পর থেকেই মাঠপর্যায়ে তার সক্রিয়তা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং মানবিক উদ্যোগ সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে। উপজেলার বিভিন্ন এলাকায় অর্থাভাবে পড়াশোনা বন্ধ হওয়ার মুখে থাকা শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো তার অন্যতম মানবিক কর্মকাণ্ড। ইউএনও খায়রুল ইসলামের আর্থিক সহায়তা ও উৎসাহে অনেক শিক্ষার্থী তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারছেন। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরা জানান, তার সহযোগিতা না থাকলে অনেকের শিক্ষাজীবন থেমে যেত। এতে পুরো এলাকায় তৈরি হয়েছে স্বস্তি ও আশার বাতাবরণ। কালিহাতী উপজেলা পরিষদ চত্বরে স্থাপন করা হয়েছে দৃষ্টিনন্দন লাইট, সেলফি কর্নার “আমাদের ভালবাসা কালিহাতী” এবং বিভিন্ন জনবান্ধব সুবিধা। বাসস্ট্যান্ড এলাকায় ফুটপাত দখলমুক্ত করে লাগানো হয়েছে সৌন্দর্যবর্ধক ফুলের গাছ। পৌর এলাকায় নতুন সড়ক বাতি স্থাপনের ফলে বেড়েছে রাতের নিরাপত্তা। জলাবদ্ধতা নিরসনে ইউএনও’র কার্যকরী উদ্যোগ এলাকার মানুষের জন্য উল্লেখযোগ্য সুবিধা নিয়ে এসেছে। চুরি-ছিনতাই রোধে বাসস্ট্যান্ড এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া পাবলিক টয়লেট নির্মাণ, অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা এবং বিভিন্ন নির্মাণকাজ সরেজমিনে তদারকি—সব মিলিয়ে প্রশাসনিক তৎপরতায় ইউএনও খায়রুল ইসলাম ইতোমধ্যেই নজর কাড়েছেন। এলাকাবাসী জানান, যে কোনো সমস্যা জানামাত্রই ইউএনও তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছেন—রাস্তার সমস্যা, জনদুর্ভোগ বা অবৈধ কার্যক্রম, সব ক্ষেত্রে তার উপস্থিতি দ্রুত সমাধান নিয়ে এসেছে। এলাকাবাসীর কাছে তার কাছে সমস্যা জানালে সমাধান নিশ্চিত হওয়াটাই সবচেয়ে বড় স্বস্তি। মানবিকতা, কর্মদক্ষতা ও দায়িত্ববোধের কারণে ইউএনও খায়রুল ইসলাম ইতোমধ্যেই একজন কর্মবীর ইউএনও এবং প্রশাসক হিসেবে পরিচিতি পেয়েছেন। স্থানীয়রা মনে করছেন, তার ধারাবাহিকতা বজায় থাকলে কালিহাতীর উন্নয়নচিত্র আরও এগিয়ে যাবে সামনের দিনে। উপজেলার সার্বিক উন্নয়ন, শৃঙ্খলা, জনসেবা ও মানবিক কার্যক্রমকে গতিশীল করতে ইউএনও খায়রুল ইসলামের উদ্যোগ এখন এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু। তার দায়িত্বশীলতা, দ্রুত পদক্ষেপ ও জনবান্ধব মনোভাব সাধারণ মানুষের প্রত্যাশায় নতুন মাত্রা যোগ করেছে।

ডিসেম্বর ৩, ২০২৫ 0
টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

টাঙ্গাইলে শিশুদের বিনোদনে নতুন দিগন্ত—বাসাইলে উপজেলা পরিষদ শিশু পার্কের উদ্বোধন

টাঙ্গাইলে শিশুদের বিনোদনে নতুন দিগন্ত—বাসাইলে উপজেলা পরিষদ শিশু পার্কের উদ্বোধন

টাঙ্গাইলের সখীপুরে ষষ্ঠ শ্রেণির ছাত্রের আত্মহত্যা- ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

টাঙ্গাইলের সখীপুরে ষষ্ঠ শ্রেণির ছাত্রের আত্মহত্যা- ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

টাঙ্গাইলের মধুপুরে সুদের টাকা কে 'কেন্দ্র' করে মারধর–লুটপাটের অভিযোগ
টাঙ্গাইলের মধুপুরে সুদের টাকা কে 'কেন্দ্র' করে মারধর–লুটপাটের অভিযোগ

টাঙ্গাইলের মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বেলচুঙ্গি এলাকায় সুদে লাগানো টাকা আদায়কে কেন্দ্র করে এক ঋণগ্রহীতার বাড়িতে হামলা, লুটপাট, মারধর ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। অভিযোগের তীর একই গ্রামের মৃত মোন্তাজ আলীর ছেলে সুদখোর ভোলা মিয়ার (ভোলা) বিরুদ্ধে। ভুক্তভোগী হলেন হবিবুর রহমান, মৃত আরফান আলীর ছেলে। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে। স্থানীয়ভাবে একে ‘সুদের টাকার জের ধরে সংঘটিত হামলা’ হিসেবেই দেখা হচ্ছে। হবিবুর রহমান জানান, দুই বছর আগে সাংসারিক প্রয়োজনে প্রতিবেশী ভোলার কাছ থেকে ২ লাখ টাকা ঋণ নেন। চুক্তি অনুযায়ী প্রতি বছর ২৭ হাজার টাকা সুদ পরিশোধের কথা ছিল। দুই বছর ধরে তিনি নিয়মিতভাবে মোট ৫৪ হাজার টাকা সুদ দিয়েছেন। চলতি বছরে কিছুটা বিলম্ব হওয়ায় ভোলা মূলধনসহ সুদ ফেরত দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। “টাকা দিতে না পারায় প্রায় ১০-১২ দিন আগে চাষের জন্য ভোলাকে কিছু জমি বুঝিয়ে দিই। এরপরও তিনি বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন। হঠাৎ মঙ্গলবার সকালে ভোলা–মিন্টু, হানিফ, সিদ্দিক ড্রাইভারসহ ৮-১০ জন আমাদের বাড়িতে হামলা চালায়। ট্রাঙ্ক ভেঙে ১৬ শতাংশ জমি বিক্রি করে রাখা নগদ টাকা লুট করে নেয়। দুটি গরুও নিয়ে যায়। বাধা দিতে গেলে আমাকে ও পরিবারের সদস্যদের লাঠি ও প্লাস্টিকের চেয়ার দিয়ে মারধর করে।”তার দাবি, এ ঘটনায় পরিবারের অন্তত ৩জন আহত হয়েছেন। অভিযোগ অস্বীকার করে ঋণদাতা ভোলা মিয়া জানান, “হবিবুর চার বছর আগে আমার কাছ থেকে ২ লাখ টাকা নিয়েছে ধানের উপর। জমি দেয়ার কথাও বলেছিল। সময় পার হলেও টাকা–জমি কিছুই দেয়নি। মীমাংসার সিদ্ধান্তও মানে না। থানায় অভিযোগ দিয়েও টাকা পাইনি। ক্ষুব্ধ হয়ে কয়েকজনকে নিয়ে তার বাড়ি থেকে দুটি গরু আনা হয়েছে। পরে সেগুলো ১ লাখ ৭০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।” তবে হামলা, লুটপাট বা মারধরের অভিযোগ তিনি সম্পূর্ণ অস্বীকার করেন। হবিবুরের দাবি, ঘটনার পর মধুপুর থানায় অভিযোগ দিতে গেলে থানায় অভিযোগ গ্রহণ করা হয়নি। এ বিষয়ে মধুপুর থানার ওসি এমরানুল কবির বলেন, “নাগরিকের যেকোনো আইনি সমস্যায় অভিযোগ দিলে থানা অবশ্যই গ্রহণ করবে। যদি অভিযোগ নিয়ে না থাকে, তাহলে আবার অভিযোগ নিয়ে থানায় আসার অনুরোধ করছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভুক্তভোগী পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।

ডিসেম্বর ৩, ২০২৫ 0
আধুনিক ফিল্টারেশন প্রযুক্তির শোধনাগার চালু—দূষণমুক্ত পানি পাবেন টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার জনগণ

আধুনিক ফিল্টারেশন প্রযুক্তির শোধনাগার চালু—দূষণমুক্ত পানি পাবেন টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার জনগণ

টাঙ্গাইলে অনুমোদনহীন বহুতল ভবন নির্মাণে ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা

টাঙ্গাইলে অনুমোদনহীন বহুতল ভবন নির্মাণে ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা

টাঙ্গাইলের কালিহাতীতে প্রতারণা: আদম ব্যবসায়ী আশিক কারাগারে

টাঙ্গাইলের কালিহাতীতে প্রতারণা: আদম ব্যবসায়ী আশিক কারাগারে

টাঙ্গাইলের বাসাইলে পুলিশের তাড়া খেয়ে জিপ গাড়ি ফেলে পালালো সংঘবদ্ধ ডাকাত দল
টাঙ্গাইলের বাসাইলে পুলিশের তাড়া খেয়ে জিপ গাড়ি ফেলে পালালো সংঘবদ্ধ ডাকাত দল

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় পুলিশের ধাওয়া খেয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত সংঘবদ্ধ ডাকাতদলের ৫-৭ জন সদস্য জিপ গাড়ি ফেলে পালিয়েছে। সোমবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ডাকাতদলের তৎপরতা টের পেয়ে পুলিশ সিগন্যাল দিলে তারা গাড়িসহ পালানোর চেষ্টা করে। পরে বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের পূর্ব পৌলি নলগাইরা বাজার এলাকায় পরিত্যক্ত অবস্থায় জিপটি উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে থাকা বাসাইল থানার কনস্টেবল নুরুল ইসলাম জানান, রাত পৌনে ১টার দিকে দ্রুতগামী একটি জিপ গাড়িকে দাঁড়ানোর নির্দেশ দিলে চালক তাকে চাপা দেওয়ার চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে গাড়িটি তিন রাস্তার মোড় পেরিয়ে পাথরঘাটা সড়কের দিকে গতি বাড়ায়। পুলিশ পিছু নিলে নলগাইরা বাজার এলাকায় গাড়িটি ফেলে ডাকাতদল অন্ধকারে পালিয়ে যায়। বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, পরিত্যক্ত জিপ গাড়িটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। গাড়িটি টাঙ্গাইল সদর থানার মামলার অংশ হওয়ায় আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের প্রস্তুতি চলছে। এদিকে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহাম্মেদ জানান, রংপুর থেকে ছেড়ে আসা গরু বোঝাই একটি ট্রাক আশেকপুর বাইপাসে পৌঁছালে ডাকাতদল ট্রাকটি ছিনতাইয়ের চেষ্টা চালায়। তারা দুই গরু ব্যবসায়ীকে জোরপূর্বক তাদের জিপ গাড়িতে তুলে নেয়। তবে আশেকপুর বাইপাসে কর্তব্যরত পুলিশের নজরে পড়লে ডাকাতরা তাদের গাড়ি নিয়ে দ্রুত পালাতে থাকে। একপর্যায়ে দুই ব্যবসায়ীকে রাস্তার পাশে ফেলে দিয়ে ডাকাতদল বাসাইলের দিকে গা ঢাকা দেয়। এ ঘটনায় টাঙ্গাইল সদর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশ জানায়, ডাকাত দলের পরিচয় শনাক্ত করতে জিপ গাড়িটি গুরুত্বপূর্ণ আলামত হিসেবে কাজে লাগানো হবে। পাশাপাশি পুরো ঘটনার তদন্ত চলছে এবং ডাকাতদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

ডিসেম্বর ৩, ২০২৫ 0

ন্যায় বিচারের দাবিতে ইউএনও অফিসে মা কুকুর- শাস্তির আওতায় সেই পাষন্ড নারী

টাঙ্গাইলের কালিহাতীতে ভয়াবহ অগ্নিকান্ড

জিয়া পরিষদ যুক্তরাজ্য শাখার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

জিয়া পরিষদ যুক্তরাজ্য শাখার উদ্যোগে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় মিলাদ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত।

0 মন্তব্য