ঢাকা, শুক্রবার, অক্টোবর ১১, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
HTML tutorial

ইসলামের দৃষ্টিতে নারীদের মর্যাদা

মাওলানা মোঃ ইমাম হোসেন

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৪, ০৪:৫৮ এএম

ইসলামের দৃষ্টিতে নারীদের মর্যাদা

★ আল্লাহ তায়ালা মহিলাদেরকে নবী,রাসূল,গাউস,কুতুব,আউলিয়া, দরবেশ সবার মা হিসেবে উপাধি দিয়েছেন।এবং মায়ের হক্ব আদায় করার জন্য উৎসাহিত করেছেন।

★মহিলাদেরকে আল্লাহ তায়ালা ঘরে পর্দার সাথে থাকার হুকুম করেছেন।প্রচলিত রীতিতেও আমরা মূল্যবান জিনিসকে ঢেকে হেফাজত করে থাকি। ★কুরআন ও হাদিসে মহিলাদেরকে পুরুষদের চোখের মণি সান্ত্বনার মাধ্যম বলা হয়েছে।

★ আল্লাহ তায়ালা বলেন মহিলাদের কে রোজগারের দায়িত্ব দেননি এবং পুরুষদেরকে তাদের যাবতীয় খরচাদি বহন করার দায়িত্ব দিয়েছেন।

★ মহিলাদেরকে ভরণ-পোষনণের অনেক ফজিলত বর্ণনা করেছেন। যেমন - যে ব্যাক্তি ৩ টি মেযেকে ভরণপোষণ করে দ্বীন শিক্ষা দিবে, সেই জান্নাতে রাসূলের নিকট থাকবে।

★ কুরআনে আল্লাহ তায়ালা এরশাদ করেছেন, মহিলাদের উপর যেভাবে পুরুষদের অধিকার রয়েছে, তদ্রূপ পুরুষদের উপরও মহিলাদের অনেক অধিকার রয়েছে।

★ মহিলাদের খাওয়া দাওয়া, পোষাক-পরিচ্ছেদ,বাসস্থান ইত্যাদি পুরুষদের দায়িত্বে ন্যস্ত।

★ স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে উভয়ের যৌনত্ব নিবৃত হলেও কিন্তু মহিলাদেরকে সম্মানিত করে স্বামীর উপর মহর ওয়াজিব করা হয়েছে।

★পুরুষদের জন্য শরিয়তের যত বিধান রয়েছে মহিলাদের উপর সব বিধান জরুরি নয়।যেমন, ঈদ,জুমা,জিহাদ ইত্যাদি।

alo