ঢাকা, বুধবার, এপ্রিল ৯, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ইসলামের দৃষ্টিতে নারীদের মর্যাদা

মাওলানা মোঃ ইমাম হোসেন

মাওলানা মোঃ ইমাম হোসেন

প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৩, ০৪:৪৪ পিএম

ইসলামের দৃষ্টিতে নারীদের মর্যাদা
HTML tutorial

★ আল্লাহ তায়ালা মহিলাদেরকে নবী,রাসূল,গাউস,কুতুব,আউলিয়া, দরবেশ সবার মা হিসেবে উপাধি দিয়েছেন।এবং মায়ের হক্ব আদায় করার জন্য উৎসাহিত করেছেন।

★মহিলাদেরকে আল্লাহ তায়ালা ঘরে পর্দার সাথে থাকার হুকুম করেছেন।প্রচলিত রীতিতেও আমরা মূল্যবান জিনিসকে ঢেকে হেফাজত করে থাকি। ★কুরআন ও হাদিসে মহিলাদেরকে পুরুষদের চোখের মণি সান্ত্বনার মাধ্যম বলা হয়েছে।

★ আল্লাহ তায়ালা বলেন মহিলাদের কে রোজগারের দায়িত্ব দেননি এবং পুরুষদেরকে তাদের যাবতীয় খরচাদি বহন করার দায়িত্ব দিয়েছেন।

★ মহিলাদেরকে ভরণ-পোষনণের অনেক ফজিলত বর্ণনা করেছেন। যেমন - যে ব্যাক্তি ৩ টি মেযেকে ভরণপোষণ করে দ্বীন শিক্ষা দিবে, সেই জান্নাতে রাসূলের নিকট থাকবে।

★ কুরআনে আল্লাহ তায়ালা এরশাদ করেছেন, মহিলাদের উপর যেভাবে পুরুষদের অধিকার রয়েছে, তদ্রূপ পুরুষদের উপরও মহিলাদের অনেক অধিকার রয়েছে।

★ মহিলাদের খাওয়া দাওয়া, পোষাক-পরিচ্ছেদ,বাসস্থান ইত্যাদি পুরুষদের দায়িত্বে ন্যস্ত।

★ স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে উভয়ের যৌনত্ব নিবৃত হলেও কিন্তু মহিলাদেরকে সম্মানিত করে স্বামীর উপর মহর ওয়াজিব করা হয়েছে।

★পুরুষদের জন্য শরিয়তের যত বিধান রয়েছে মহিলাদের উপর সব বিধান জরুরি নয়।যেমন, ঈদ,জুমা,জিহাদ ইত্যাদি।

মু্ক্তধ্বনি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Google News Icon গুগল নিউজে দেখুন
HTML tutorial