ঢাকা, মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলা: রাশিয়ার রাজধানীতে সর্ববৃহৎ আঘাত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৪, ১২:২২ পিএম

HTML tutorial
মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলা: রাশিয়ার রাজধানীতে সর্ববৃহৎ আঘাত
HTML tutorial

রাশিয়ার রাজধানী মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলা ঘটনার নজিরবিহীন নজরকাড়া পরিমাণে সম্প্রতি হামলা চালানো হয়েছে। রোববারের এই হামলায় একযোগে ৩৪টি ড্রোন আঘাত হানে, যা ২০২২ সালে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ শুরুর পর থেকে মস্কোর ওপর পরিচালিত সবচেয়ে বড় আক্রমণ হিসেবে চিহ্নিত হয়েছে। টানা তিন ঘণ্টা ধরে চলা এই অভিযান মস্কো শহর এবং এর আশপাশের এলাকাগুলোতে ব্যাপক আলোড়ন তোলে।

হামলার কারণে মস্কোর তিনটি প্রধান বিমানবন্দর—দোমোদেদোভো, শেরেমেতিয়েভো এবং ভনুকোভো—থেকে বেশ কয়েক ঘণ্টা বিমান চলাচল স্থগিত থাকে। উপরন্তু, অবতরণের অপেক্ষায় থাকা বিমানগুলোকে বিকল্প রুটে সরিয়ে দেয়া হয়। মস্কোর পার্শ্ববর্তী রামেনস্কো, কোলোমনা, ও দোমোদেদো শহরে ড্রোন আক্রমণ সবচেয়ে তীব্র ছিল। বিশেষ করে রামেনস্কো শহরে ড্রোন হামলার ফলে চারটি ভবনে আগুন ধরে যায়।

মস্কোর প্রতিরক্ষা বিভাগ দাবি করেছে যে, রাশিয়ার ছয়টি অঞ্চলে হামলার অংশ হিসেবে অন্তত ৮৪টি ড্রোনকে ভূপাতিত করা সম্ভব হয়েছে। তবে এর ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্দিষ্ট করে জানানো হয়নি।

অন্যদিকে, ইউক্রেনের বিভিন্ন অঞ্চলও রাশিয়ার পাল্টা আক্রমণের শিকার হয়েছে। কিয়েভের কর্মকর্তারা জানিয়েছেন যে, রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনের ওপর অন্তত ১৪৫টি ড্রোন ছোঁড়া হয়, যার মধ্যে ৬২টি ড্রোন ভূপাতিত করা সম্ভব হয়েছে। ওডেসা অঞ্চলে এই আক্রমণের প্রভাবে বহু ভবন বিধ্বস্ত হয়।

বিশ্লেষকরা এই ঘটনার মাধ্যমে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিস্থিতিকে আরো উদ্বেগজনক বলে অভিহিত করছেন। তীব্র সংঘর্ষের ফলে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে, এবং এর মাধ্যমে যুদ্ধ পরিস্থিতি আরও বিস্তৃত ও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

HTML tutorial
HTML tutorial