ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

পাটলাই নদীতে চাঁদা তোলা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০

HTML tutorial

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তরশ্রীপুর ইউনিয়নের পাটলাই নদীতে চাঁদা তোলা নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (১৪ জুলাই) সকাল ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,
উত্তরশ্রীপুর ইউনিয়নের বালিয়াঘাটা গ্রামের মৃত সফর আলীর ছেলে ও স্থানীয় বিএনপি নেতা উমর আলী ও তার পরিবারের সদস্যরা নদীতে অবৈধভাবে চাঁদা তুলছিলেন। এ সময় একই গ্রামের ইউপি সদস্য আমির হোসেনের পক্ষের লোকজন এতে বাধা দিলে প্রথমে তর্কাতর্কি এবং পরে দেশীয় অস্ত্র নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে উমর আলীর পক্ষের আক্কেল আলী, তারাব আলী, সেলিম উদ্দিন, রুকন মিয়া ও ফারুক মিয়া আহত হন। অপরদিকে আমির হোসেন মেম্বারের পক্ষে আহত হন তিনি নিজে, অজিত মিয়া, মানিক মিয়া, জসিম উদ্দিন, রবিন মিয়া ও আরও কয়েকজন। আহতদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সবচেয়ে গুরুতর আহত রবিন মিয়াকে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংঘর্ষের খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উমর আলী জানান,
“আমির আলী মেম্বার ও তার লোকজন আমাদের গালিগালাজ করলে সংঘর্ষ বাধে। এতে আমাদের পক্ষের কয়েকজন আহত হন।”

অন্যদিকে ইউপি সদস্য আমির হোসেন বলেন,
“উমর আলী গংরা দীর্ঘদিন ধরে নদীতে অবৈধ চাঁদা তুলে আসছে। আমি বাধা দিলে তারা আমাদের বাড়িঘর ও দোকানে হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি করে এবং আমাদের অনেকেই আহত হন। রবিন মিয়ার অবস্থা আশঙ্কাজনক।”

এ বিষয়ে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দিলোয়ার হোসেন বলেন,
“সংঘর্ষের ঘটনা সত্য। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মু্ক্তধ্বনি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Google News Icon গুগল নিউজে দেখুন
HTML tutorial