ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় হামলার জন্য ইসরাইলে রকেট ও বিস্ফোরক রপ্তানির করছে ভারত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৫, ০৩:৩৫ পিএম

গাজায় হামলার জন্য ইসরাইলে রকেট ও বিস্ফোরক রপ্তানির করছে ভারত
HTML tutorial

গাজায় চলমান ইসরাইলি হামলার মধ্যে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। সম্প্রতি আলজাজিরা ও স্প্যানিশ সংবাদমাধ্যম El País-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারত গাজায় ইসরাইলি হামলার জন্য রকেট, বিস্ফোরক ও যুদ্ধ সরঞ্জাম রপ্তানি করছে। এই তথ্য আন্তর্জাতিক পরিমণ্ডলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

প্রতিবেদন অনুযায়ী, ভারতের তৈরি ২০ টন রকেট ইঞ্জিন, ১২.৫ টন বিস্ফোরক যুক্ত রকেট এবং ১৫০০ কেজি অতিরিক্ত বিস্ফোরক পদার্থ বোরকুম নামক একটি জাহাজের মাধ্যমে ইসরাইলের আশদোদ বন্দরে পাঠানো হয়েছে। এছাড়া ভারতের একাধিক প্রতিরক্ষা সংস্থা ইসরাইলকে কঠিন প্রপেলান্ট সরবরাহ করেছে, যা হামলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহৃত হয়।

২০১৮ সাল থেকে ভারত ও ইসরাইল যৌথভাবে বিভিন্ন প্রতিরক্ষা প্রকল্পে কাজ করছে, যার মধ্যে ড্রোন উৎপাদন অন্যতম। এই ড্রোনগুলোকেই গাজার আকাশে হামলার কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম El País আরও জানায়, "Marianne Danica" নামের একটি জাহাজ চেন্নাই বন্দর থেকে ২৭ টন বিস্ফোরক নিয়ে ইসরাইলের হাইফা বন্দরের দিকে রওনা হলে, স্পেনের গার্দাজেনা বন্দরে তা আটকানো হয়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস এই তথ্য নিশ্চিত করেছেন।

বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন ধরে ভারত সংঘাত নিরসনে সংলাপকে সমর্থন জানালেও সাম্প্রতিক এই পদক্ষেপ ভারতের নিরপেক্ষ অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে। মধ্যপ্রাচ্যে ভারতের কূটনৈতিক সম্পর্ক এবং আরব বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রক্ষার ক্ষেত্রে এই অস্ত্র রপ্তানি বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

তবে এখন পর্যন্ত ভারত সরকারের পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি।

বিশেষজ্ঞদের মতে, গাজায় চলমান যুদ্ধের সময় ভারত থেকে ইসরাইলে সামরিক সরঞ্জাম রপ্তানি কেবল সংঘাতকে আরো জটিল করে তুলছে না, বরং দীর্ঘমেয়াদে ভারতের আন্তর্জাতিক অবস্থানও হুমকির মুখে ফেলতে পারে।

মু্ক্তধ্বনি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Google News Icon গুগল নিউজে দেখুন
HTML tutorial