ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ইমাম বুখারী ( রহঃ.) এর জীবনী ৩য় পর্ব

মুফতি আহমাদ আলী

মুফতি আহমাদ আলী

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী, ২০২৩, ০৩:৩৫ এএম

ইমাম বুখারী ( রহঃ.) এর জীবনী ৩য় পর্ব
ইমাম বুখারী (রহঃ) এর স্মৃতিচিহ্ন, উজবেকিস্তান
HTML tutorial

ইমাম বুখারীর প্রশংসা।

*ইমাম বুখারী বলেন একবার প্রসিদ্ধ মুহাদ্দিস আ মর ইবনে আলী আল ফাল্লাস এর কয়েকজন সাগরিদ আমার সামনে একটি হাদিস পেশ করলে আমি তাদেরকে বললাম এটাকে হাদিস হিসেবে আমি জানিনা। এ কথা শুনে তারা খুব হাসাহাসি করলো এবং এ বিষয়ে তাদের ওস্তাদেরকে অবহিত করল। তিনি তাদেরকে জানালেন "যে হাদিসকে মোহাম্মদ ইবনে ইসমাইল হাদিস হিসেবে জানে না সেটি আসলে কোন হাদিস নয়"।

*ইমাম ইসহাক ইবনে রাহাওয়াই বলতেন তোমরা এই যুবক অর্থাৎ ইমাম বুখারী থেকে হাদীস লিখে নাও, সে যদি হাসান বসরির জামানায় থাকতো তাহলে তার হাদিস ও ফিক্বহের দক্ষতার কারণে লোকজন তার মুখাপেক্ষী হতো।

*ইমাম আহমদ বিন হাম্বল বলেন খোরাসান মোহাম্মদ ইবনে ইসমাইলের মত আর কাউকে জন্ম দেয়নি।

*মোহাম্মদ ইবনে আবু হাতিম বলেন-আমি মাহমুদ বিন নজর আবু সাহোল আশশাফীইকে বলতে শুনেছি তিনি বলেন-আমি   বসরা,আসাম ,হিজাজ এবং কুফায় গিয়ে দেখেছি সেখানকার আলেমগণ মোহাম্মদ ইবনে ইসমাইলের আলোচনা হলেই তাকে নিজেদের চেয়ে শ্রেষ্ঠ মনে করেন।

* তার ওস্তাদ কুতাইবা  ইবনে সাঈদ বলেন- মোহাম্মদ ইবনে ইসমাইল যদি সাহাবাদের কেউ হয়তো তাহলে আল্লাহর এক নিদর্শন রূপে প্রতিভাত হত।

মু্ক্তধ্বনি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Google News Icon গুগল নিউজে দেখুন
HTML tutorial