ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ইমাম বুখারী ( রহঃ.) এর জীবনী ৩য় পর্ব

মুফতি আহমাদ আলী

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ০৪:৪৭ এএম

ইমাম বুখারী ( রহঃ.) এর জীবনী ৩য় পর্ব
ইমাম বুখারী (রহঃ) এর স্মৃতিচিহ্ন, উজবেকিস্তান

ইমাম বুখারীর প্রশংসা।

*ইমাম বুখারী বলেন একবার প্রসিদ্ধ মুহাদ্দিস আ মর ইবনে আলী আল ফাল্লাস এর কয়েকজন সাগরিদ আমার সামনে একটি হাদিস পেশ করলে আমি তাদেরকে বললাম এটাকে হাদিস হিসেবে আমি জানিনা। এ কথা শুনে তারা খুব হাসাহাসি করলো এবং এ বিষয়ে তাদের ওস্তাদেরকে অবহিত করল। তিনি তাদেরকে জানালেন "যে হাদিসকে মোহাম্মদ ইবনে ইসমাইল হাদিস হিসেবে জানে না সেটি আসলে কোন হাদিস নয়"।

*ইমাম ইসহাক ইবনে রাহাওয়াই বলতেন তোমরা এই যুবক অর্থাৎ ইমাম বুখারী থেকে হাদীস লিখে নাও, সে যদি হাসান বসরির জামানায় থাকতো তাহলে তার হাদিস ও ফিক্বহের দক্ষতার কারণে লোকজন তার মুখাপেক্ষী হতো।

*ইমাম আহমদ বিন হাম্বল বলেন খোরাসান মোহাম্মদ ইবনে ইসমাইলের মত আর কাউকে জন্ম দেয়নি।

*মোহাম্মদ ইবনে আবু হাতিম বলেন-আমি মাহমুদ বিন নজর আবু সাহোল আশশাফীইকে বলতে শুনেছি তিনি বলেন-আমি   বসরা,আসাম ,হিজাজ এবং কুফায় গিয়ে দেখেছি সেখানকার আলেমগণ মোহাম্মদ ইবনে ইসমাইলের আলোচনা হলেই তাকে নিজেদের চেয়ে শ্রেষ্ঠ মনে করেন।

* তার ওস্তাদ কুতাইবা  ইবনে সাঈদ বলেন- মোহাম্মদ ইবনে ইসমাইল যদি সাহাবাদের কেউ হয়তো তাহলে আল্লাহর এক নিদর্শন রূপে প্রতিভাত হত।

alo