ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

>>> অন্ধকার হেরা <<<

মোঃ আরিফুল ইসলাম

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ১২:০৯ এএম

>>> অন্ধকার হেরা <<<

>>> অন্ধকার হেরা <<<
মহীমান্বিত রজনী, অন্ধকার হের
ধ্যানমগ্ন এক মানুষের মন, বিষন্নতায় ভরা
মানুষের জীবনের উদ্দেশ্য কি ? কেনই বা মারা যাওয়া ?
অশান্তিপূর্ণ এই পৃথিবীতে কি, হবে শান্তির নীড় গড়া ?
হিংস্র এই মানুষগুলোর কবে হবে গতী ?
সব ভূলে কবে তারা, হবে সভ্য জাতি ?
মক্কার আল-আমীন হেরা গুহায় তাই ,
সত্যের সন্ধান তার ঠিক পাওয়া চাই l
জীব্রাইল’কে ওহীসহ, পাঠালেন প্রভূ
আহাম্মদ তা জানতো না ঘূর্নাক্ষরেও কভূ
সূরা আল-আলাকের, প্রথম পাচ আয়াত ,
অবর্তীর্ণ হয় তার উপর, প্রাপ্ত হন নবুয়ত
আল্লাহ তায়ালার হুকুমে তিনি, দিতেন দ্বীনের দাওয়াত
তেইশ বছরে ইসলাম পায়, পরীপূর্ণ সূরত l
 

alo