ঢাকা, বুধবার, জানুয়ারী ২২, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মানবতার সংবিধান কবিতা

মোঃ আরিফুল ইসলাম

প্রকাশিত: ১৮ জানুয়ারী, ২০২৩, ০৫:৩৭ এএম

মানবতার সংবিধান কবিতা

মানব জাতিকে ‘আল্লাহ’ করলেন, শ্রেষ্ঠতম এক কিতাব দান
পথ হারাদের পথের দিশারী, মহাগ্রন্থ ‘আল কূরআন’ ।
সূরা সংখ্যা একশ চোদ্দ, আয়াত ছ’হাজার ছেষট্টি
সিজদা হল চোদ্দ আর মনজীল আছে সাতটি ।
ছিয়াশিটি মক্কি ও আঠাশটি সূরা মাদানি,
ত্রিশ পারায় বিভক্ত তা অন্তর করে নূরানী !
সর্বকালের শ্রেষ্ঠ কাব্য গ্রন্থ বলে স্বীকৃত
বিজ্ঞানময় ‘কূরআন’ এটি, জীবন করে আলোকিত
সৃষ্টিকর্তার নির্ধারিত, নির্ভুল এক জীবন বিধান
সর্বশেষ ও চুড়ান্ত এই মানবতার সংবিধান ।
 

HTML tutorial