হতাশায় ভুগে রোগ কিংবা শোকে আর হলে অর্থহীন, আল্লাহ শ্রেষ্ঠ দান, নিজেই হনন করে নিজের জীবন।। শয়তানের ধোঁকায় পড়ে যারা গর্হিত কাজটা করে, আল্লাহর বড়ই ধমকি রয়েছে জেনো তাদের তরে।। তারা হারায় দুই কূল, জগত সংসারও করে যায় শেষ, পাবে কঠিন শাস্তি, খোদার বাণী-জ্বলবে আগুনে বেশ।। ঈমানদার হয়েও যদি এমন নিন্দনীয় কাজ কেহ করে, বিধাতা হয়তো দীর্ঘ সাজা দিয়ে মাফ করে দিতে পারে।। যদি না থাকে ঈমান জাহান্নামি হবে, আত্মহত্যা করে, সাবধান, কেহ এমন ঘৃণিত পাপ কাজে নাহি জোরে ।। যা আমি কখনো পারবো না শত চেষ্টায় সৃজন করতে, তা কেন ধ্বংস করি, না বুঝে নিজের খেয়াল খুশী মতে।। সব ধর্মেই আত্মহত্যা করা বড় ধরনের এক অপরাধ, ভুলেও কেহ নেয় না যেন এমন স্বেচ্ছা' মৃত্যুর স্বাদ।। মানবিক হও সংসারে, পাপকে ঘৃণা করো জীবন ভরে, জীবনটা হবে সুন্দর আনন্দের, পড়বে না অন্ধকারে।। আল্লাহ রহমত পাবে যদি হতে পারো তার প্রিয় বান্দা, দূর হবে পাপ কাজ-আসবে না কভু আত্মহত্যার মতো ধান্ধা।।