ঢাকা, মঙ্গলবার, জানুয়ারী ২১, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজন ২৫ মার্চ গণহত্যা দিবস পালন।

Mostafa Masud Abdullah

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৩, ০৬:২৩ এএম

সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজন  ২৫  মার্চ গণহত্যা দিবস পালন।

সাতক্ষীরা কালিগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে ১১ টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ডাকবাংলা মোড় বদ্ধভূমি বধ্যভূমি স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালীগঞ্জ ইউনিটের সাবেক কমান্ডার ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম সহ অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে ২৫ শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশন (ভূমি) মোঃ আজহার আলী, বিশিষ্ট গাজী আজিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওয়াসিম উদ্দিন, কুশুলিয়া ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী মোফাক্ষরুল ইসলাম নিলু, অনুষ্ঠানে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন, তথ্য প্রযুক্তি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মন্ডল, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বীর মুক্তিযোদ্ধা খান আহসান উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা শেখ অজিহার রহমান ,বীর মুক্তিযোদ্ধা মতলুবর হোসেন, কালিগঞ্জ সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট জাফরউল্লাহ ইব্রাহিম প্রমূখ। বক্তারা ২৫ শে মার্চ গণহত্যার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

HTML tutorial