ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বিমসটেকের অফিশিয়াল ডিনারে পাশাপাশি ড. ইউনূস ও নরেন্দ্র মোদি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪ এপ্রিল, ২০২৫, ১২:৩৭ এএম

বিমসটেকের অফিশিয়াল ডিনারে পাশাপাশি ড. ইউনূস ও নরেন্দ্র মোদি
HTML tutorial

বিমসটেক শীর্ষ সম্মেলনের প্রথম দিন শেষে অনুষ্ঠিত অফিশিয়াল ডিনারে অংশগ্রহণ করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। এদিন বিকেলে ব্যাংককে ‘বিমসটেক ইয়াংস এন্ড ফোরাম’-এ বক্তব্য রাখার পর তিনি এই ডিনারে যোগ দেন।

ডিনারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রে থাভিসিন সিনাওয়াত্রার সাথে উপস্থিত ছিলেন ড. ইউনূস। এই অনুষ্ঠানে তারা বিমসটেকভুক্ত অঞ্চলের সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

এদিকে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম জানান, গত দুই দশকে বাংলাদেশ বিমসটেকের সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে পারেনি। তবে ড. ইউনূস এ বিষয়ে জোর দিচ্ছেন এবং বিমসটেকসহ অন্যান্য আঞ্চলিক সংস্থাগুলোর কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছেন।

তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা ভুটান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিলিত হবেন। আলোচনায় বিমসটেকের কার্যক্রমকে আরও সক্রিয় করা ও এর সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার উপায় নিয়ে আলোচনা হবে।

বিমসটেক: আঞ্চলিক সংহতির নতুন দিগন্ত

বঙ্গোপসাগর কেন্দ্রিক এই আঞ্চলিক সংস্থা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। তবে দুই দশকেরও বেশি সময় পরও সংস্থাটি তার পূর্ণ সম্ভাবনা অর্জন করতে পারেনি। বর্তমান নেতৃত্ব এই সংগঠনকে পুনরুজ্জীবিত ও কার্যকর করতে বদ্ধপরিকর।

বিমসটেকের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা ও অংশীদারিত্ব বৃদ্ধি পেলে আঞ্চলিক উন্নয়ন ও স্থিতিশীলতা আরও সুসংহত হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

মু্ক্তধ্বনি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Google News Icon গুগল নিউজে দেখুন

জাতীয় রিলেটেড নিউজ

HTML tutorial