ঢাকা, মঙ্গলবার, জুলাই ১, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বেগমগঞ্জে এনআইডি সংশোধনের ৩০৭৭ আবেদন নিষ্পত্তি | জাতীয় পরিচয়পত্র ক্রাশ প্রোগ্রাম ২০২৫

সাইফুল ইসলাম, জেলা সংবাদদাতা নোয়াখালী।

সাইফুল ইসলাম, জেলা সংবাদদাতা নোয়াখালী।

প্রকাশিত: ০১ জুলাই, ২০২৫, ১২:০৩ এএম

বেগমগঞ্জে এনআইডি সংশোধনের ৩০৭৭ আবেদন নিষ্পত্তি | জাতীয় পরিচয়পত্র ক্রাশ প্রোগ্রাম ২০২৫
HTML tutorial

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের সকল আবেদন নিষ্পন্ন করা হয়েছে “ক্রাশ প্রোগ্রাম”-এর আওতায়।

সোমবার (৩০ জুন) বিকেলে বেগমগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মোঃ বুলবুল আহমেদ গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, “বর্তমানে জাতীয় পরিচয়পত্র প্রতিটি নাগরিকের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দলিল। নাগরিক সেবা গ্রহণের ক্ষেত্রে এনআইডি কার্ড বাধ্যতামূলক হয়ে পড়েছে। কিন্তু বহু ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের তথ্য অন্যান্য দলিলের সঙ্গে না মিলায় নাগরিকদের নানা সমস্যায় পড়তে হয়।”

তিনি আরও জানান, অনেক সময় এনআইডির তথ্য ভুল থাকায় নাগরিকরা সংশোধনের আবেদন করে থাকেন। অধিকাংশ আবেদন নির্ধারিত সময়েই নিষ্পত্তি হলেও কিছু কিছু আবেদন জটিলতার কারণে অনিষ্পন্ন থেকে যায়।

এই অনিষ্পন্ন আবেদনসমূহ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বর্তমান নির্বাচন কমিশন গত ১ জানুয়ারি থেকে ৩০ জুন ২০২৫ পর্যন্ত সারাদেশে জাতীয় পরিচয়পত্র সংশোধনের “ক্রাশ প্রোগ্রাম” চালু করে।

জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদনগুলো চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়:

  • ক শ্রেণি: বয়স ৩ বছরের মধ্যে বা নামের সামান্য পরিবর্তন – নিষ্পত্তি হয় উপজেলা পর্যায়ে।

  • খ শ্রেণি: বয়স ৩-৫ বছর পর্যন্ত ও আংশিক নাম পরিবর্তন – নিষ্পত্তি হয় জেলা পর্যায়ে।

  • গ শ্রেণি: অঞ্চলভিত্তিক জটিল আবেদন।

  • ঘ শ্রেণি: পুরো নাম, পিতা-মাতার নাম পরিবর্তন ও বয়স ১০ বছরের বেশি সংশোধন – নিষ্পত্তি হয় মহাপরিচালকের কার্যালয়ে।

শ্রেণির আবেদন নিষ্পত্তিতে সরেজমিন তদন্ত প্রয়োজন হয়, যা উপজেলা নির্বাচন অফিসাররা নিজেই করে থাকেন।

ক্রাশ প্রোগ্রামের আওতায় বেগমগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে:

  • মোট ৩০৭৭টি আবেদন মঞ্জুর করা হয়েছে।

  • দলিলের ঘাটতির কারণে ৩৬৯টি আবেদন বাতিল করা হয়েছে।

  • এক এলাকা থেকে অন্য এলাকায় ২৯৩৯টি ভোটার স্থানান্তর করা হয়েছে।

  • হারানো/নষ্ট কার্ড পুনঃপ্রদান করা হয়েছে ১৫৪৭টি

  • ছবি ও আঙুলের ছাপ পরিবর্তন করা হয়েছে ১৫৭৮টি

  • বিভিন্ন জটিল আবেদনে সরেজমিন তদন্ত করা হয়েছে ৭৬৯টি

উল্লেখযোগ্য বিষয়, অনেক আবেদন ৩-৪ বছর ধরে অনিষ্পন্ন অবস্থায় ছিল। এছাড়া গত ছয় মাসে শুধুমাত্র অফিসে এসে নতুন ভোটার নিবন্ধন করেছেন ২৭৫১ জন, যেখানে কোনো বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ কার্যক্রম করা হয়নি।

উপজেলা নির্বাচন অফিসার জনসাধারণকে অনুরোধ করেন— জাতীয় পরিচয়পত্র সংশোধনের ক্ষেত্রে কোনো দালাল না ধরে সরাসরি উপজেলা নির্বাচন অফিসারের সঙ্গে যোগাযোগ করতে। HTML tutorial

মু্ক্তধ্বনি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Google News Icon গুগল নিউজে দেখুন

বাংলাদেশ রিলেটেড নিউজ

HTML tutorial