ঢাকা, শনিবার, জুলাই ৫, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

জাসদ নেতার ছেলের ছাত্রদলে অন্তর্ভুক্তি নিয়ে আমবাড়ীয়ায় তীব্র বিতর্ক

মুক্তধ্বনি নিউজ ডেস্ক

শামীম শাহরিয়ার

প্রকাশিত: ০৪ জুলাই, ২০২৫, ০৬:৪৪ পিএম

জাসদ নেতার ছেলের ছাত্রদলে অন্তর্ভুক্তি নিয়ে আমবাড়ীয়ায় তীব্র বিতর্ক
HTML tutorial

কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নে ছাত্রদলের এক নেতাকে ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। মাহমুদুল হাসান তীব্র নামের এক যুবক নিজেকে আমবাড়ীয়া ইউনিয়ন ছাত্রদলের নেতা হিসেবে পরিচয় দেওয়ার পর তার পারিবারিক পরিচয় নিয়ে স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, তীব্রের পিতা মশিউর রহমান মিলন একজন দণ্ডপ্রাপ্ত জাসদ নেতা। বিএনপির প্রভাবশালী সাবেক নেতা ও চেয়ারম্যান প্রার্থী ডা. লুৎফর রহমান সাবু হত্যা মামলায় তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। এছাড়া, সম্প্রতি আমলা ইউনিয়নের কৃষক জমির আলী হত্যা মামলার তিন আসামিকে নিজের বাড়িতে আশ্রয় দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। যৌথ বাহিনীর অভিযানে মিলনের বাড়ি থেকেই তাদের গ্রেপ্তার করা হয়।

স্থানীয়দের অভিযোগ, মিলনের পরিবার দীর্ঘদিন ধরে নানা বিতর্কিত ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তার বাবা ছিলেন তালিকাভুক্ত রাজাকার এবং স্ত্রী মহিলা জাসদের নেত্রী। এমন একটি পরিবার থেকে আসা একজন যুবকের ছাত্রদলের নেতৃত্বে আসা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

এ প্রসঙ্গে আমবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এক যৌথ বিবৃতিতে বলেন, “যে পরিবার মুক্তিযুদ্ধবিরোধী রাজনীতি, খুন ও সন্ত্রাসের সঙ্গে যুক্ত, সেখান থেকে কাউকে ছাত্রদলের নেতৃত্বে স্থান দেওয়া দলের আদর্শ ও ভাবমূর্তির পরিপন্থী। আমরা কেন্দ্রীয় কমিটির কাছে মাহমুদুল হাসান তীব্রের বহিষ্কার দাবি করেছি।”

এলাকাবাসীর অনেকেই জাসদ নেতা মিলনের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, “এ ধরনের ব্যক্তিদের কারণে এলাকার শান্তি-শৃঙ্খলা বারবার বিঘ্নিত হচ্ছে। প্রশাসনের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া।”

এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের স্থানীয় নেতৃত্ব বাছাই প্রক্রিয়া নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।

মু্ক্তধ্বনি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Google News Icon গুগল নিউজে দেখুন

বাংলাদেশ রিলেটেড নিউজ

HTML tutorial