ঢাকা, শনিবার, জুলাই ৫, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানায় বিপুল পরিমাণ নিষিদ্ধ যৌন উত্তেজক ট্যাবলেটসহ আটক ১ জন

মুক্তধ্বনি নিউজ ডেস্ক

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

প্রকাশিত: ০৪ জুলাই, ২০২৫, ১০:৫১ পিএম

ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানায় বিপুল পরিমাণ নিষিদ্ধ যৌন উত্তেজক ট্যাবলেটসহ আটক ১ জন
HTML tutorial

ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ যৌন উত্তেজক হারবাল ট্যাবলেটসহ উছমান গনি (৩৬) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।

৪ জুলাই মধ্যরাতে ফুলবাড়ীয়া উপজেলার চৌদার গ্রামে অভিযানে চালিয়ে তার বাড়ি থেকে এসব ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেফতারকৃত উছমান গনি একই এলাকার জামাল উদ্দিনের পুত্র। পুলিশ সূত্রে জানা গেছে, জব্দকৃত হারবাল ট্যাবলেটের বাজার মূল্য আনুমানিক ৭৫ হাজার টাকা।

এলাকাবাসী ও পুলিশ জানায়, উছমান গনি দীর্ঘদিন ধরে নিষিদ্ধ যৌন উত্তেজক ট্যাবলেট, হালুয়া ও অনুরূপ পণ্য অনলাইনের মাধ্যমে বিক্রি করে আসছিলেন। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে তিনি উঠতি বয়সী তরুণদের আকৃষ্ট করতেন এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এসব পণ্য দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন।

ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুকনুজ্জামান জানান, গ্রেফতার উছমান গনির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

মু্ক্তধ্বনি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Google News Icon গুগল নিউজে দেখুন

বাংলাদেশ রিলেটেড নিউজ

HTML tutorial