ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকায় মাদক ব্যবসায়ীদের হাতে মোটরসাইকেল ব্লগার লাঞ্ছিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৩১ পিএম

ঢাকায় মাদক ব্যবসায়ীদের হাতে মোটরসাইকেল ব্লগার লাঞ্ছিত হয়েছে
ঢাকার এফডিসির কাছে লেভেল ক্রসিংয়ে গাঁজা বিক্রির চিত্রায়ন করতে গিয়ে মাদক ব্যবসায়ীদের হামলার শিকার হয়েছেন এক মোটরসাইকেল ভ্লগার। ভ্লগার ও গ্রাফিক্স ডিজাইনার মাহমুদুল হাসান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি হামলার শিকার হন। এলাকায় যানজটে মোটরসাইকেল আটকে গেলে এক যুবককে পলিথিনের ব্যাগে গাঁজা বিক্রি করতে দেখেন মাহমুদুল। তিনি যখন যুবকের সাথে কথা বলছিলেন, তখন আরেক মাদক ব্যবসায়ী বুঝতে পারলেন তার হেলমেটে একটি ক্যামেরা রয়েছে এবং সেটি চালু রয়েছে। এসময় মাদক ব্যবসায়ীরা তার ওপর হামলা চালায়। শনিবার তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবুল কালাম জানান, হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। তার হেলমেটে ক্যামেরায় ধারণ করা ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, নীল শার্ট পরা এক যুবক পলিথিনের ব্যাগে রাখা ছোট প্যাকেটে গাঁজা বিক্রি করছে। মাহমুদুল যুবকের কাছে গেলে ওই ব্যবসায়ী জানায়, সে দিনের আলোতে মাদক বিক্রি করত। "প্রতিটি প্যাকেটের দাম ৬০ টাকা। আপনার কতগুলো লাগবে?" বিক্রেতা জিজ্ঞাসা. আরেক যুবককে চিৎকার করতে শোনা যায়, “[প্যাকেটগুলো] লুকাও। তার একটা ভিডিও ক্যামেরা আছে।” তখন কেউ ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ১০ মিনিট পর মাহমুদুল ক্যামেরা রিস্টার্ট করে বলেন, তার ওপর হামলা হয়েছে। “তাদের কাছে ছুরি ছিল। লোকজন বাধা না দিলে আমাকে ছুরিকাঘাত করা হতো।" মাহমুদুল আরও বলেন, তিনি মরিয়া চেষ্টায় ক্যামেরাটি সংরক্ষণ করেছিলেন কারণ তিনি ফুটেজটি প্রচার করতে চেয়েছিলেন। তিনি 999 জাতীয় হেল্পলাইনের মাধ্যমে তাদের কল করার প্রায় আধা ঘন্টা পরে পুলিশ ঘটনাস্থলে আসে। ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।
alo