ঢাকা, বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

খুলনা, গাজীপুর ও সিলেটে বাটা-কেএফসিতে ভাঙচুর: ৪৯ জন আটক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৫, ১১:০৬ এএম

খুলনা, গাজীপুর ও সিলেটে বাটা-কেএফসিতে ভাঙচুর: ৪৯ জন আটক
HTML tutorial

সিলেট, ৮ এপ্রিল ২০২৫ — খুলনা, গাজীপুর এবং সিলেটে বাটার শোরুম ও কেএফসি রেস্টুরেন্টে সংঘটিত ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মোট ৪৯ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ সদর দপ্তরের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সর্বশেষ তথ্যমতে, গত রাতে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩১ জনকে আটক করা হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশ জানায়, আটকৃতদের সোনাডাঙ্গা থানায় রাখা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

পুলিশ সূত্রে জানা যায়, ভিডিও ফুটেজ ও ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসিটিভি) মাধ্যমে সন্দেহভাজনদের শনাক্তের কাজ চলমান রয়েছে এবং বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে সিলেটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও তিনজনকে এবং গাজীপুরে বাটার শোরুমে ভাঙচুরের ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এসব হামলার পেছনে কারা মদদ দিচ্ছে, তা খতিয়ে দেখা হচ্ছে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

মু্ক্তধ্বনি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Google News Icon গুগল নিউজে দেখুন
HTML tutorial