ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মুক্তধ্বনি নিউজ ডেস্ক

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৫, ১১:০৫ পিএম

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
HTML tutorial

ময়মনসিংহ জেলা পুলিশের জুন/২০২৫ মাসের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৪ জুলাই) সকালে জেলা পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলার সম্মানিত পুলিশ সুপার কাজী আখতার উল আলম। সভার শুরুতে পবিত্র কোরআনসহ অন্যান্য ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। এরপর বিগত মাসের কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে জেলার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।

পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তারা হলেন:

  • শ্রেষ্ঠ সার্কেল অফিসার: মনতোষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার, গফরগাঁও সার্কেল

  • শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ: মোঃ হুমায়ুন কবির, ওসি, ভালুকা মডেল থানা

  • শ্রেষ্ঠ এসআই: এসআই (নিরস্ত্র) মোঃ মোশারফ হোসেন, ভালুকা মডেল থানা

  • শ্রেষ্ঠ এএসআই ও ওয়ারেন্ট তামিলকারী অফিসার: এএসআই (নিরস্ত্র) মোঃ রেজাউল করিম, নান্দাইল মডেল থানা

  • শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার: এসআই (নিরস্ত্র) তোয়াবুল ইসলাম খান, জেলা গোয়েন্দা শাখা

  • শ্রেষ্ঠ মামলা নিষ্পত্তিকারী অফিসার: এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুল্লাহ আল মামুন, নান্দাইল মডেল থানা

  • সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী অফিসার: টিএসআই এনামুল হক, সদর ট্রাফিক জোন

সভায় বিগত মাসে প্রস্তাবিত বিভিন্ন অসুবিধা ও আবেদনসমূহের বাস্তবায়ন পর্যালোচনা করা হয় এবং চলতি মাসের আবেদনসমূহের আলোকে কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পুলিশ সুপার কাজী আখতার উল আলম উপস্থিত সদস্যদের বক্তব্য মনোযোগসহকারে শুনেন এবং তাৎক্ষণিক সমাধানের পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি পুলিশের পেশাদারিত্ব, দায়িত্ববোধ এবং জনসেবার মান বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

পরবর্তী পর্বে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জুন/২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক উদ্ধার, মূলতবি মামলা, গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়ন, স্পর্শকাতর মামলাসমূহের অগ্রগতি ইত্যাদি নিয়ে বিশদ আলোচনা হয়।

সভায় পুলিশ সুপার আইন-শৃঙ্খলা রক্ষায় আরো দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান এবং অপরাধ নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা প্রদান করেন।

উল্লেখযোগ্য, উভয় সভায় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

মু্ক্তধ্বনি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Google News Icon গুগল নিউজে দেখুন
HTML tutorial