সারা দেশ

টাঙ্গাইলে জেলা প্রশাসকের উদ্যোগে আয়োজিত" তারুণ্যের উৎসব ২০২৫"উদযাপন

reporter-icon
কৌশিক সাজ্জিদ পিয়াল: সিনিয়র স্টাফ রিপোর্টার ( মুক্তধ্বনি )
নভেম্বর ১৯, ২০২৫ | 0
টাঙ্গাইলে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব।
টাঙ্গাইলে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব। ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের জনসেবা চত্বরে শুরু হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব। বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, নারী উদ্যোক্তা এবং বিপুলসংখ্যক তরুণ-তরুণী। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, “তারুণ্যের শক্তি এবং উদ্ভাবনী চিন্তাধারাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। এমন উদ্যোগ তরুণদের দক্ষতা বিকাশ, মেধা চর্চা ও স্বনির্ভর হওয়ার সুযোগ তৈরি করে। পাশাপাশি স্থানীয় খাদ্য ঐতিহ্য ও সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেও এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি তরুণ উদ্যোক্তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। মেলা প্রাঙ্গণটি সাজানো হয়েছে বর্ণিল আলোকসজ্জা ও বিভিন্ন অঞ্চলের সংস্কৃতি ফুটিয়ে তোলা ব্যানার-ফেস্টুন দিয়ে। মেলায় অংশগ্রহণ করেছে প্রায় অর্ধশতাধিক উদ্যোক্তা স্টল, যার মধ্যে রয়েছে— নারী উদ্যোক্তাদের তৈরি হস্তশিল্প, মাটি ও কাঠের কাজ স্থানীয় উৎপাদিত কৃষিপণ্য ও ভ্যালু-অ্যাডেড সামগ্রী বিভিন্ন ধরনের পোশাক, নকশিকাঁথা, গৃহস্থালি পণ্য দেশীয় খাবার, গ্রামীণ ঐতিহ্যের পিঠা-পুলি এবং স্থানীয় মিষ্টান্ন দর্শনার্থীদের জন্য রয়েছে পারিবারিক বিশ্রামকেন্দ্র, শিশুদের বিনোদন কর্নার এবং ক্রেতা-উদ্যোক্তা পরামর্শ বুথ। আয়োজকরা জানান, তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে যুব উন্নয়ন অধিদপ্তর নিয়মিত প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন কার্যক্রম এবং ক্ষুদ্র ব্যবসায়ে সহায়তা প্রদান করে আসছে। সেই ধারাবাহিকতায় এ মেলা তরুণদের আত্মনির্ভরশীল হওয়ার পথ দেখাবে। একইভাবে মহিলা বিষয়ক অধিদপ্তর নারী উদ্যোক্তাদের আর্থিক ক্ষমতায়ন ও বাজার সংযোগে সহায়তা দিচ্ছে। দুই দিনব্যাপী এই উৎসবে অনুষ্ঠিত হবে বিশেষ আলোচনা সভা, যেখানে সফল উদ্যোক্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা তরুণদের সামনে তাদের অভিজ্ঞতা তুলে ধরবেন। সন্ধ্যায় থাকবে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, নাচ, গান, কবিতা আবৃত্তি এবং স্থানীয় শিল্পীদের পরিবেশনা। এছাড়া উৎকৃষ্ট পণ্যের ভিত্তিতে কয়েকটি শ্রেষ্ঠ স্টলকে পুরস্কার প্রদান করা হবে। উদ্বোধনের পর থেকেই জনসেবা চত্বরে ছিল উপচে পড়া ভিড়। পরিবার-পরিজন, তরুণ-তরুণী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ আয়োজন ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা প্রকাশ করেছেন। নানা স্বাদের পিঠা ও স্থানীয় খাবারের স্টলে বেড়েছে কেনাকাটার চাপ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। আগামীকাল সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এ দুই দিনব্যাপী আয়োজন।
সর্বাধিক পঠিত
দুর্নীতি তালাশ নিউজ টিভির ঢাকা বিভাগীয় ব্যুরো চীফ হলেন সাংবাদিক মোঃ মনিরুজ্জামান।

দুর্নীতি তালাশ নিউজ টিভির নতুন ব্যুরো চিপ (ঢাকা বিভাগ) হলেন মোঃ মনিরুজ্জামান। নিজস্ব প্রতিবেদকঃ দুর্নীতি তালাশ নিউজ টিভি পরিবারে ব্যুরো চিপ (ঢাকা বিভাগ) পদে দায়িত্ব গ্রহণ করেছেন অভিজ্ঞ সংবাদকর্মী মোঃ মনিরুজ্জামান। তার দীর্ঘদিনের সাংবাদিকতা অভিজ্ঞতা ও নিষ্ঠা প্রতিষ্ঠানকে আরও গতিশীল ও শক্তিশালী করে তুলবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। প্রতিষ্ঠানটির দায়িত্বশীলরা জানান, দুর্নীতি দমন ও সামাজিক অন্যায়-অবিচার তুলে ধরতে মোঃ মনিরুজ্জামান সাহেবের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার আন্তরিক প্রচেষ্টা ও স্বচ্ছ দৃষ্টিভঙ্গি দুর্নীতি তালাশ নিউজ টিভির কর্মকাণ্ডকে আরও এগিয়ে নেবে। এই উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেনঃ ১️⃣ মোঃ শাহ নেওয়াজ, ব্যবস্থাপনা পরিচালক, দুর্নীতি তালাশ নিউজ টিভি ২️⃣ মোঃ শহিদুল ইসলাম, সম্পাদক ও প্রকাশক, দুর্নীতি তালাশ নিউজ টিভি ৩️⃣ মোঃ মাহমুদুল হাসান, বার্তা সম্পাদক, দুর্নীতি তালাশ নিউজ টিভি তারা এক যৌথ বিবৃতিতে বলেন— “আমরা মোঃ মনিরুজ্জামান সাহেবের সার্বিক মঙ্গল কামনা করছি। তার প্রচেষ্টা ও নেতৃত্বে দুর্নীতি তালাশ নিউজ টিভি পরিবার অচিরেই আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে।”

বাংলাদেশের বৃহত্তম এনজিও সংস্থা"আশা"উদ্যোগে গোপালপুরে সোনামুই গ্রামে হয়ে গেল মেডিকেল ফ্রি ক্যাম্পিং

বাংলাদেশের বৃহৎ এনজিও সংস্থা "আশা"এর উদ্যোগে হয়ে গেল ফ্রি মেডিকেল ক্যাম্পেইন যেখানে ফ্রিতে চিকিৎসা দেওয়া হয় এলাকার বিভিন্ন পেশাজীবী এবং কর্মজীবী মানুষের মধ্যে। ২৪ অক্টোবর ২০২৫ তারিখে টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার সোনামুই গ্রামে সকাল থেকে এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইন করা হয় আশায় এনজিও হেমনগর শাখার উদ্যোগে এটি বাস্তবায়িত করা হয়। উক্ত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন স্বাস্থ্যকর্মী এবং মেডিকেল অফিসারসহ অন্যান্য সেবিকারা। আশা এনজিও কর্তৃক ক্যাম্পেইনে বিশেষ ভূমিকা পালন করেছেন "আশা" হেমনগর ব্রাঞ্চের পক্ষথেকে আশা এনজিওর এই ক্যাম্পেইনে গ্রামের সকল পেশাজীবীর মানুষেরা স্বতঃস্ফূর্তভাবে ক্যাম্পেইনটিতে অংশগ্রহণ করেন এবং তারই মাধ্যমে তাদের স্বাস্থ্য পরীক্ষা সঠিক ভাবে নিরূপণ করতে সহযোগিতা করেন। আশা এনজিওর মাধ্যমে ক্যাম্পেইন করে মানুষের জন্য সময় উপযোগী এবং প্রয়োজনীয় একটি বিষয় হয়ে দাঁড়াবে যেটি গ্রামের মানুষের মধ্যে সচেতনতা এবং স্বাস্থ্য সঠিকভাবে পর্যালোচনা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই উদ্যোগে এলাকাবাসী অত্যন্ত প্রাণবন্ত ভাবে উৎফুল্ল প্রকাশ করেছে। উক্ত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন সাংবাদিকবৃন্দ এবং সাধারণ মানুষ। এবং তাদের ক্যাম্পেইন ডাক্তার সঠিকভাবে স্বাস্থ্যসেবা প্রদান করেছে। আশা এনজিও আগামী দিনগুলোর জন্য এইরকম ফ্রি মেডিকেল ক্যাম্পেইন মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি ধাপ হিসাবে গণ্য হবে।

সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লা পাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লা পাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার  বিকালে সদর উপজেলার স্থানীয় বেতগঞ্জ বাজাএই সমাবেশ অনুষ্ঠিত হয়। সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কাশেম দুলু সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট দীপংঙ্কর বনিক সুজিতের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মনাজ্জির হোসেন। সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সুহেল মিয়া, শাহজাহান মিয়া, এডভোকেট আব্দুল আহাদ জুয়েল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মুজাব্বির হোসেন অপু, ইমরান হোসেন শ্যামল, বিপ্লব খান, মো:শামিম আহমদ, সেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সাদিকুর রহমান চৌধুরী, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য আতাউর চৌধুরী শাহীন প্রমুখ।  এ ছাড়া ও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আনোয়ার আলম, লিয়াকত আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আতহাব চৌধুরী হাসান, শাখাওয়াত হোসেন পলাশ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক  ইমন আহমেদ, ফয়সাল আহমেদ, মিছবাহ হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহিম উদ্দিন, জেলা যুবদলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মঈনুদ্দিন আহমেদ রিপন,সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল কাইয়ুম সৌরভ,  বিএনপি নেতা নুরুল ইসলাম, ময়না মিয়া,স্বেচ্ছাসেবক দল নেতা রুজেল আহমেদ, আবুল হাসনাত, জেলা ছাত্রদল নেতা ইয়াহিয়া হাসান প্রমুখ। এ সময় সদর উপজেলা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  বক্তারা বলেন,বিএনপি ও সহযোগি সংগঠনের দুঃসময়ে যারা রাজপথে নির্যাতিত ও নিপিিতড় হয়েছেন, তাদের যথাযথ মূল্যায়নের ভিত্তিতেই ভবিষ্যতের ইউনিয়ন কমিটি গঠন করতে হবে। আওয়ামী লীগ ঘেঁষা বা ফ্যাসিস্টদের সাথে সম্পৃক্ত কোনো ব্যক্তিকে কমিটিতে রাখা যাবে না বলেও তারা দাবি জানান। দুর্দিনে যারা আন্দোলন সংগ্রামে ছিলেন তাদেরকে কমিটিতে মুল্যায়ন করা হবে। তারা বলেন,সুনামগঞ্জে জাতীয়তাবাদি শক্তির প্রাণপূরুষ এবং বিগত স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের আমলে জেল জুলুম,হুলিয়া মাথায় নিয়ে এই সংগঠনের নেতৃবৃন্দরা কেবল জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তূমান জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে আমরা রাজপথে ছিলাম এবং আগামী নির্বাচনে এই আসনে জনপ্রিয় ধানের শীষের প্রার্থী একমাত্র নুরুল ইসলাম নুরুলকে বিএনপির প্রার্থী করতে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া,ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট তৃণমূলের নেতৃবৃন্দরা জোর দাবী জানান।

টাঙ্গাইল শহরের গৌরঘোষ দধি ভাণ্ডারে ভ্রাম্যমান আদালতের জরিমানা

(২২ অক্টোবর) সকালে টাঙ্গাইল পৌর এলাকার পার্ক বাজার সংলগ্ন গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভান্ডারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। তিনি তার বিশেষ মনিটরিং টিম নিয়ে দোকানে থাকা দইয়ের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, বেশ কিছু পরিমাণ পচে যাওয়া দই দোকানে সংরক্ষণ করা এবং মিষ্টান্ন তৈরীর বড় কড়াইয়ে টিকটিকির মল পাওয়ার দায়ে টাঙ্গাইলের গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভান্ডারকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান, গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভান্ডারকে সতর্ক করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযোগ পাওয়া গেলে, আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবেন। অভিযানে পৌর স্যানেটারি ইন্সপেক্টর ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযোগ প্রসঙ্গে গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী স্বপ্নন কুমার ঘোষ জানান, সাধারণত তিনি খুচরা ভাবে দধি বিক্রি করে থাকেন। ফলে তৈরিকৃত দধিতে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ দেওয়া সম্ভব হয় না। তবে এখন থেকে দেওয়া হবে। তিনি আরও জানান, উদ্ধারকৃত পচে যাওয়া দধিগুলো ফেলে দেওয়ার জন্য রাখা হয়েছিল। এছাড়া যে মিষ্টি তৈরীর বড় কড়াইয়ে টিকটিকির মল হাওয়া গেছে, সেটি বর্তমানে মিষ্টি তৈরীর কাজে ব্যাবহার করা হচ্ছে না। আমরা সবসময় চেষ্টাকরি গ্রাহককে সর্বোচ্চ মানের দধি ও মিষ্টান্ন সরবরাহ করার।

২০২৪ সালের জুলাই গণহত্যা মামলায় আগামীকাল রায়: পাঁচ প্রধান অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনা

২০২৪ সালের উত্তাল জুলাই—সেই সময়কার ছাত্র আন্দোলনে দেশজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে বহু মানুষের মৃত্যু ও পঙ্গুত্বের ঘটনার বিচার এখন শেষ প্রান্তে। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলার প্রথম রায়ের কাউন্টডাউন চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। প্রায় ৪০০ দিনের টানা শুনানি, সাক্ষ্য, প্রমাণ উপস্থাপন আর আইনি প্রক্রিয়া শেষে আগামীকাল দেওয়া হবে রায়। মামলার কেন্দ্রবিন্দুতে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ইন্টারপোল জানিয়েছে, দোষী সাব্যস্ত হলে তাদের বিরুদ্ধে নতুন করে কনভিকশন ওয়ারেন্ট ও রেড নোটিসের আবেদন পাঠানো হবে। পাঁচটি অভিযোগের সারসংক্ষেপ ১. উসকানিমূলক মন্তব্য ও রাষ্ট্রীয় দমন অভিযান ১৪ জুলাই গণভবনে শেখ হাসিনার দেওয়া বক্তব্যের পর আন্দোলন আরও বিস্তৃত হয়। অভিযোগে বলা হয়েছে, সেই বক্তব্যের পর উচ্চপর্যায়ের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা দেশজুড়ে আন্দোলনকারীদের ওপর দমন-পীড়ন চালায়। ২. হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে, আন্দোলন দমনে হেলিকপ্টার, ড্রোন এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন শেখ হাসিনা। সেই নির্দেশ বাস্তবায়নে স্বরাষ্ট্রমন্ত্রী ও তৎকালীন আইজিপি বিশেষ নির্দেশনা দেন। তদন্ত সংস্থা হেলিকপ্টার থেকে র‍্যাবের গুলিবর্ষণের প্রমাণ আদালতে জমা দিয়েছে। ৩. রংপুরে শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ড ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাঈদকে গুলি করে হত্যার ঘটনাটিও এই মামলার অংশ। অভিযোগে বলা হয়েছে, এটি ছিল সরকারের দমননীতির ধারাবাহিকতা। ঘটনার পর এটিকে ভিন্ন খাতে নিতে শিক্ষার্থীদের বিরুদ্ধেই মামলা দেওয়া হয়। ৪. পুরান ঢাকার চাঁখারপুলে ছয়জনকে গুলি করে হত্যা ৫ আগস্ট চাঁখারপুল এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ছয়জন নিহত হয়। ট্রাইব্যুনালের নথিতে বলা হয়েছে, এটি ছিল সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে পরিচালিত এক অভিযান। ৫. আশুলিয়ায় ছয়জনকে হত্যা ও লাশ পুড়িয়ে ফেলা সবচেয়ে নৃশংস অভিযোগ—আশুলিয়ায় ছয়জনকে গুলি করে হত্যা, পাঁচজনের লাশ পুড়িয়ে ফেলা এবং আহত একজনকে জীবিত অবস্থায় আগুনে নিক্ষেপের ঘটনা। আদালতে এই ঘটনাকে জুলাইয়ের সহিংসতার সবচেয়ে ভয়াবহ উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে। মামলায় মোট ৫৪ জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন। উপস্থাপন করা হয়েছে অডিও-ভিডিও ফুটেজ, গণমাধ্যমের প্রতিবেদন, জব্দ করা গুলি ও ফরেনসিক রিপোর্ট। রায়ের অপেক্ষায় এখন পুরো দেশ—কী সিদ্ধান্ত আসে, সেটিই নির্ধারণ করবে মামলার পরবর্তী গতি।

সারা দেশ

আরও পড়ুন
টাঙ্গাইলে জেলা প্রশাসকের উদ্যোগে আয়োজিত" তারুণ্যের উৎসব ২০২৫"উদযাপন

টাঙ্গাইলে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব। ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের জনসেবা চত্বরে শুরু হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব। বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, নারী উদ্যোক্তা এবং বিপুলসংখ্যক তরুণ-তরুণী। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, “তারুণ্যের শক্তি এবং উদ্ভাবনী চিন্তাধারাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। এমন উদ্যোগ তরুণদের দক্ষতা বিকাশ, মেধা চর্চা ও স্বনির্ভর হওয়ার সুযোগ তৈরি করে। পাশাপাশি স্থানীয় খাদ্য ঐতিহ্য ও সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেও এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি তরুণ উদ্যোক্তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। মেলা প্রাঙ্গণটি সাজানো হয়েছে বর্ণিল আলোকসজ্জা ও বিভিন্ন অঞ্চলের সংস্কৃতি ফুটিয়ে তোলা ব্যানার-ফেস্টুন দিয়ে। মেলায় অংশগ্রহণ করেছে প্রায় অর্ধশতাধিক উদ্যোক্তা স্টল, যার মধ্যে রয়েছে— নারী উদ্যোক্তাদের তৈরি হস্তশিল্প, মাটি ও কাঠের কাজ স্থানীয় উৎপাদিত কৃষিপণ্য ও ভ্যালু-অ্যাডেড সামগ্রী বিভিন্ন ধরনের পোশাক, নকশিকাঁথা, গৃহস্থালি পণ্য দেশীয় খাবার, গ্রামীণ ঐতিহ্যের পিঠা-পুলি এবং স্থানীয় মিষ্টান্ন দর্শনার্থীদের জন্য রয়েছে পারিবারিক বিশ্রামকেন্দ্র, শিশুদের বিনোদন কর্নার এবং ক্রেতা-উদ্যোক্তা পরামর্শ বুথ। আয়োজকরা জানান, তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে যুব উন্নয়ন অধিদপ্তর নিয়মিত প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন কার্যক্রম এবং ক্ষুদ্র ব্যবসায়ে সহায়তা প্রদান করে আসছে। সেই ধারাবাহিকতায় এ মেলা তরুণদের আত্মনির্ভরশীল হওয়ার পথ দেখাবে। একইভাবে মহিলা বিষয়ক অধিদপ্তর নারী উদ্যোক্তাদের আর্থিক ক্ষমতায়ন ও বাজার সংযোগে সহায়তা দিচ্ছে। দুই দিনব্যাপী এই উৎসবে অনুষ্ঠিত হবে বিশেষ আলোচনা সভা, যেখানে সফল উদ্যোক্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা তরুণদের সামনে তাদের অভিজ্ঞতা তুলে ধরবেন। সন্ধ্যায় থাকবে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, নাচ, গান, কবিতা আবৃত্তি এবং স্থানীয় শিল্পীদের পরিবেশনা। এছাড়া উৎকৃষ্ট পণ্যের ভিত্তিতে কয়েকটি শ্রেষ্ঠ স্টলকে পুরস্কার প্রদান করা হবে। উদ্বোধনের পর থেকেই জনসেবা চত্বরে ছিল উপচে পড়া ভিড়। পরিবার-পরিজন, তরুণ-তরুণী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ আয়োজন ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা প্রকাশ করেছেন। নানা স্বাদের পিঠা ও স্থানীয় খাবারের স্টলে বেড়েছে কেনাকাটার চাপ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। আগামীকাল সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এ দুই দিনব্যাপী আয়োজন।

নভেম্বর ১৯, ২০২৫ 0

ঢাকা- টাঙ্গাইল মহাসড়কেচলন্ত বাসে আগুনের ঘটনায় : চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় তরুণীর মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে পিতা হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন ৪ কন্যার

টাঙ্গাইল-৩ এ বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে ১৫ কিলোমিটারজুড়ে মানববন্ধন

টাঙ্গাইলের নাগরপুরে ভলিবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা

তারুণ্যের উৎসব উদ্যাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ আর্থিক সালের আওতায় টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় নাগরপুর উপজেলায় অনূর্ধ্ব-১৬ বালকদের ব্যাডমিন্টন ও ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে নাগরপুর উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় উপজেলা চত্বরে জেলা ক্রীড়া অফিস ফাইনাল খেলার আয়োজন করে। টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান। এ সময় নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক. উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মিজানুর রহমান লাভলু, জাহিদ হাসান, এরশাদ মিয়া, রাজীব মিয়াসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলা শেষে ব্যাডমিন্টন ও ভলিবল ফাইনালের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ

নভেম্বর ১৮, ২০২৫ 0

টাঙ্গাইলে আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

টাঙ্গাইলের মির্জাপুরে তিন বছরের শিশু কন্যা ধর্ষণ মামলার অভিযুক্ত গ্রেফতার

টাঙ্গাইলে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেফতার

টাঙ্গাইলের দেলদুয়ারে ধলেশ্বরী নদীতে নিখোঁজের একদিন পর মঙ্গলের লাশ উদ্ধার

নদীতে গোসল করতে গিয়ে ডুবে মারা গেছেন মঙ্গল বিশ্বাস (৫০)। তিনি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার এলাসিন ইউনিয়নের গাছ কুমুল্লী গ্রামের মৃত হরি মহন বিশ্বাসের ছেলে। সোমবার (১৭ নভেম্বর) ধলেশ্বরী নদী থেকে তারা লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে রোববার (১৬ নভেম্বর) বিকেলে তিনি ধলেশ্বরী নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ হন। সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮ ঘটিকার সময় মঙ্গলের লাশ নদীতে ভেসে উঠে। পরে দেলদুয়ার থানায় খবর দেয়া হলে পুলিশ লাশ উদ্ধার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। এ বিষয়ে দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেব খান জানান, পানিতে ডুবে সনাতন ধর্মাবলম্বীর একজনের লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরীর পর ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

নভেম্বর ১৭, ২০২৫ 0

যমুনা সেতু মহাসড়কে ডাকাত সন্দেহে অস্ত্রসহ ৬ জন আটক

টাংগাইল-২ আসনের জামায়াতের প্রার্থী মাওলানা হুমায়ুন কোবীরের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়ক নির্মাণে ধীর গতি

0 মন্তব্য