ঢাকা, বুধবার, এপ্রিল ৯, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশে পরীক্ষামূলকভাবে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু ৯ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক

অনলাইন ডেক্স

প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৫, ১০:৫৬ পিএম

বাংলাদেশে পরীক্ষামূলকভাবে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু ৯ এপ্রিল
HTML tutorial

আগামী ৯ এপ্রিল বাংলাদেশে পরীক্ষামূলকভাবে শুরু হতে যাচ্ছে মার্কিন টেলিযোগাযোগ সংস্থা স্টারলিংকের ইন্টারনেট সেবা। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধনী অনুষ্ঠান স্টারলিংকের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।

বিডার নির্বাহী চেয়ারম্যান এক সংবাদ সম্মেলনে জানান, ইনভেস্টমেন্ট সামিটের মূল ইভেন্ট ৯ এপ্রিল রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হবে এবং এটি স্টারলিংকের মাধ্যমে সম্প্রচার করা হবে। এছাড়া, সামিটের প্রথম দুই দিন ৫০টি দেশের বিনিয়োগকারীরা দেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন।

সামিটে গুরুত্বপূর্ণ স্থান পাবে কৃষি, নবায়নযোগ্য জ্বালানি, তথ্যপ্রযুক্তি এবং স্টার্টআপ খাত। এতে অংশ নিচ্ছেন Samsung CNT-এর ভাইস প্রেসিডেন্ট কিংসু লি, মেটার প্রতিনিধিরা, উবারের সিনিয়র কর্মকর্তা, টেলেনরের প্রতিনিধিরা এবং Accelerate Energy-এর প্রেসিডেন্টসহ বেশ কয়েকটি বড় ভেঞ্চার ক্যাপিটাল ও বিনিয়োগকারী গোষ্ঠী। বিশেষত চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, জাপান এবং ভারত থেকে বড় বিনিয়োগকারী দল অংশগ্রহণ করবে।

বাংলাদেশের দীর্ঘমেয়াদী বিনিয়োগ পরিস্থিতি ও কর কাঠামো সম্পর্কে বিদেশি বিনিয়োগকারীদের স্বচ্ছ ধারণা দিতে দেশের বড় তিনটি রাজনৈতিক দল – বিএনপি, জামায়াত ও এনসিপি – বিশেষভাবে কাজ করবে বলে জানিয়েছে বিডা।

স্টারলিংকের এ অংশগ্রহণ বাংলাদেশের প্রযুক্তি ও বিনিয়োগ খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

মু্ক্তধ্বনি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Google News Icon গুগল নিউজে দেখুন
HTML tutorial