বজ্রপাতে সরিষাবাড়ির কড়িয়াবাড়িতে আহত ৪ জন, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক

আজ সোমবার (১৫ জুলাই) দুপুরে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার কড়িয়াবাড়ি দক্ষিণ পাড়ায় বজ্রপাতে চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহতদের হাসপাতালে নেওয়া হলেও কোন হাসপাতালে নেওয়া হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
আহতরা হলেন—কেরামত আলীর দুই ছেলে নাসীর উদ্দিন ও রফিকুল ইসলাম, নাসীর উদ্দিনের ছেলে পলাশ এবং একই এলাকার সাইফুল ইসলাম।
এলাকাবাসী জানান, দুপুরে বৃষ্টির মধ্যে তারা মাঠে কৃষিকাজ করছিলেন। হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হলে তারা একটি গাছের নিচে আশ্রয় নেন। ঠিক তখনই বজ্রপাত হলে চারজনই আহত হন। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাদের উদ্ধার করেন।
ময়মনসিংহ রিলেটেড নিউজ
গুরুতর আহত নাসীর উদ্দিন, পালাশ ও সাইফুল ইসলামকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানো হয়। তবে কোন হাসপাতালে নেওয়া হয়েছে তা জানা যায়নি। অন্যদিকে, রফিকুল ইসলামকে স্থানীয় একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।
আহতদের সর্বশেষ অবস্থার খোঁজখবর নিতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। হাসপাতালে ভর্তি তিনজনের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানাতে সময় লাগতে পারে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সতর্কবার্তা: বর্ষার সময় খোলা মাঠ বা গাছের নিচে আশ্রয় নেওয়া থেকে বিরত থাকার জন্য এলাকাবাসীকে সতর্ক করেছে স্থানীয় প্রশাসন।
মু্ক্তধ্বনি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন