রাশিয়া সফররত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি আজ মস্কোর আলেক্সান্ডার গার্ডেনে অবস্থিত "টম্ব অব দ্য আননোন সোলজার"-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সোভিয়েত যুগের মহান দেশপ্রেমিক যুদ্ধ এবং আধুনিক রাশিয়ার বিভিন্ন যুদ্ধে শহীদ সেনাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের সামরিক প্রতিনিধিদলও এ সময় তাঁর সঙ্গে ছিলেন। রাশিয়ার গুরুত্বপূর্ণ এই স্মৃতিসৌধটি রাশিয়ান জাতির আত্মত্যাগ ও গৌরবময় ইতিহাসের প্রতীক, যেখানে রাষ্ট্রপতি, কূটনীতিক এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা শ্রদ্ধা জানিয়ে থাকেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন রাশিয়ান গ্রাউন্ড ফোর্সের কমান্ডার-ইন-চিফ, জেনারেল অব দ্য আর্মি ওলেগ সালিউকভ। তিনি বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে স্বাগত জানান এবং উভয় দেশের সামরিক ঐক্য ও সহযোগিতার বিষয়ে ইতিবাচক বার্তা তুলে ধরেন।
শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে প্রচলিত রুশ সামরিক প্রথা অনুসারে মেট্রোনোমের ধ্বনি বাজিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়, যা শহীদদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানানোর প্রতীক। এর পরে রাশিয়ার সামরিক অর্কেস্ট্রা বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করে, যা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীকী বহিঃপ্রকাশ হিসেবে বিবেচিত হয়।
অনুষ্ঠানের সমাপ্তি ঘটে রাশিয়ান সেনাবাহিনীর বিখ্যাত ও মর্যাদাপূর্ণ ১৫৪তম Preobrazhensky Independent Commandant's Regiment এর চৌকস ও সম্মানসূচক কুচকাওয়াজের মধ্য দিয়ে। এই ইউনিটটি ঐতিহাসিকভাবে রাশিয়ার প্রোটোকল ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের এই রাশিয়া সফরকে দুই দেশের সামরিক সহযোগিতা ও কৌশলগত বন্ধুত্বের নতুন দ্বার উন্মোচন হিসেবে দেখা হচ্ছে। সফরের সময় বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহযোগিতা বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এই সফর বাংলাদেশের সামরিক সক্ষমতা উন্নয়ন এবং আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মু্ক্তধ্বনি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন