ঢাকা, শনিবার, আগস্ট ১৬, ২০২৫ খ্রিস্টাব্দ | ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

গোপালপুরে জনসংযোগে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হুমায়ুন কবির

মুক্তধ্বনি নিউজ ডেস্ক

গোপালপুর প্রতিনিধি:

প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৫, ১১:৪৫ পিএম

গোপালপুরে জনসংযোগে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হুমায়ুন কবির
HTML tutorial

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী জনাব মাওলানা মোঃ হুমায়ুন কবির বৃহস্পতিবার বাদ আসর সোনামুই বাজারে ব্যাপক গণসংযোগ পরিচালনা করেন। এ সময় তিনি বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও এলাকাবাসীর সাথে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে তার পক্ষে সমর্থন কামনা করেন।

গণসংযোগে এমপি পদপ্রার্থী মাওলানা মোঃ হুমায়ুন কবিরের পাশাপাশি উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা কর্মপরিষদ সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, আলমনগর ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি এবং গোপালপুর উপজেলা শাখার বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের সম্মানিত সভাপতি।

জনসংযোগ চলাকালে বক্তারা বলেন, এলাকাবাসীর উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সমাজ সংস্কারের জন্য যোগ্য নেতৃত্বের প্রয়োজন। মাওলানা হুমায়ুন কবিরের নেতৃত্বে এ অঞ্চল এগিয়ে যাবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

এলাকার জনগণ এমপি প্রার্থীর সাথে কুশল বিনিময় করে শুভকামনা জানান। গণসংযোগে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

মু্ক্তধ্বনি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Google News Icon গুগল নিউজে দেখুন
HTML tutorial