বেগমগঞ্জের গবেষক ও রাষ্ট্রচিন্তক আসাদ পারভেজ পেলেন জাতীয় সাহিত্য সম্মাননা ২০২৫

কবি কাজী নজরুল ইসলাম ও আল মাহমুদকে উৎসর্গ করে এবং জুলাই বিপ্লবের শহীদ ও গাজীদের স্মরণে অনুষ্ঠিত হলো কেন্দ্রীয় কাব্যকথা সাহিত্য পরিষদ আয়োজিত ১২তম জাতীয় সাহিত্য উৎসব ২০২৫।
১১ জুলাই (শুক্রবার) বিকেলে রাজধানীর পুরানাপল্টনে জাতীয় মসজিদের উত্তর গেটে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সাহিত্য সম্পাদক কবি জাকির আবু জাফর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি সাহিত্যের জীবন্ত কিংবদন্তি কাসেম বিন আবু বকর। সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক জালাল খান ইউসুফ।
বাংলাদেশ রিলেটেড নিউজ
এ সময় কেন্দ্রীয় কাব্যকথা সাহিত্য পরিষদের পক্ষ থেকে 'জাতীয় সাহিত্য সম্মাননা-২০২৫' প্রদান করা হয় বিশিষ্ট গবেষক ও রাষ্ট্রচিন্তক আসাদ পারভেজ-কে। পুরস্কারটি তার হাতে তুলে দেন প্রধান অতিথি কাসেম বিন আবু বকর।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১৩নং রসুলপুর ইউনিয়নের সন্তান আসাদ পারভেজ একজন মননশীল গবেষক ও সমকালীন রাষ্ট্রচিন্তক। তিনি সমাজ, রাষ্ট্র ও রাজনীতির গভীর বিশ্লেষণে নিবেদিত।
তাঁর লেখায় ফুটে ওঠে ইতিহাস, আন্তর্জাতিক সম্পর্ক, ভূ-রাজনীতি ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার চিন্তাধারা। বিশেষত তৃতীয় বিশ্বের ভূ-রাজনৈতিক বাস্তবতা, বৈশ্বিক সাম্রাজ্যবাদ, মধ্যপ্রাচ্য সংকট ও বাংলাদেশের রাষ্ট্রচরিত্র নিয়ে তিনি বিশ্লেষণধর্মী রচনা করেন।
তাঁর আলোচিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে—
🔹 ফিলিস্তিনের বুকে ইজরাইল
🔹 নাফ নদীর ওপারে
🔹 কাশ্মির কার
🔹 উগ্র হিন্দুত্ববাদ
এই গ্রন্থগুলো শুধু ইতিহাসভিত্তিক নয়, বরং নিপীড়িত জাতির ট্র্যাজেডি, মানবতা, প্রতিবাদ ও প্রতিরোধের এক শক্তিশালী সাহিত্যিক দলিল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিশিষ্ট সাংবাদিকবৃন্দ ও সাহিত্যপ্রেমীরা।
মু্ক্তধ্বনি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন