ঢাকা, মঙ্গলবার, জানুয়ারী ২১, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

প্রশ্নঃ নামাজরত অবস্থায় কেউ ডাকলে কি করনীয়?

মাওলানা মোঃ ইমাম হোসেন

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী, ২০২৩, ০৭:৩৮ পিএম

প্রশ্নঃ নামাজরত অবস্থায় কেউ ডাকলে কি করনীয়?

উত্তরঃ মাতা- পিতা বা অন্য কেউ জীবন বিনাশের মত অথবা অন্য কোন বিপদে পড়ে না ডাকলে ফরয,ওয়াজিব ও সুন্নত নামায ছাড়া যাবে না। পক্ষান্তরে নফল নামাযরত ব্যক্তিকে নামাযরত অবস্থায় না জেনে মাতা-পিতার কেউ ডাকলে নামায ছেড়ে দিয়ে তাদের ডাকে সাড়া দেওয়া ওয়াজিব। আর নফল নামাযরত জেনে মাতা-পিতার কেউ ডাকলে নামায ছেড়ে তাদের ডাকে সাড়া দেওয়া ওয়াজিব নয়।তবে এক্ষেত্রেও নফল নামায ছেড়ে দিয়ে তাদের ডাকে সাড়া দেওয়া উত্তম। প্রমাণ সমূহঃ ১.ফতওয়ায়ে শামী খন্ডঃ২পৃষ্ঠা ৫০৪,৫০৫ । ২. ফতওয়ায়ে দারুল উলুম খন্ডঃ৪ পৃষ্ঠা ৩১৭ ।

HTML tutorial